মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৫ ১১:১৭

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ১৫:২১

ছবি সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকার বনশ্রীর মেরাদিয়া এলাকায় কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছেন হাইকোর্ট। আদালত স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—এই স্থানে হাট বসানো যাবে না।

সোমবার (২৮ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর পক্ষে আইনজীবী জহিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হাট বসানোর বিরুদ্ধে স্থানীয়দের একাধিক অভিযোগ ও আশঙ্কার ভিত্তিতে রিট করা হয়। এর প্রেক্ষিতেই আদালত হাট না বসাতে নির্দেশ দিয়েছেন।

আদেশ অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেরাদিয়ায় এবার পশুর হাট বসাতে পারবে না।

বনশ্রী ও আশপাশের এলাকাগুলো ঘনবসতিপূর্ণ হওয়ায় সেখানে পশুর হাট বসলে জনদুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন রিট আবেদনকারী। এছাড়া সড়কজুড়ে পশু বেচাকেনা হলে চলাচল ব্যাহত হয়, পরিবেশ দূষণের ঝুঁকিও তৈরি হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top