মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


নোয়াখালীতে ব্যাংক কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড


প্রকাশিত:
১২ আগস্ট ২০২৫ ১৮:১৫

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ২২:৩০

ছবি সংগৃহীত

কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় আবদুল লতিফ ভূইয়া নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তাকে ১০বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে ওই কর্মকর্তাকে ১ কোটি ১৭ লাখ ৪০ হাজার ৫৩২ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আসামীর উপস্থিতিতে উভয় পক্ষের শুনানি শেষে বিশেষ জজ আদালত নোয়াখালী (দুদক) বিচারক মো. শওকত আলী এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল লতিফ ভূইয়া কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ধামতি এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিস।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, আবদুল লতিফ ভূইয়া রূপালী ব্যাংক পিএলসি- লক্ষ্মীপুরের পোদ্দার বাজার শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০০৭ সালের জানুয়ারি মাস থেকে ২০০৭ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। এ সময় লতিফ ১৯৩টি এন্ট্রির মাধ্যমে ব্যাংকের ১ কোটি ৩০ লাখ ৭২ হাজার ৪৯১ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন। এ ঘটনায় তাকে বরখাস্ত করার পর ২০১২ সালের ২ জানুয়ারি মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। এরপর আটক করা হয় অভিযুক্তকে। পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দুদক।

দুদকের প্রাথমিক তদন্তে অভিযোগটি প্রমাণিত হলে আদালতে অভিযোগ দাখিল করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক জনাব মো. আবদুস ছাত্তার সরকার। অভিযোগপত্রের ভিত্তিতে আসামির উপস্থিতিতে আদালত এ রায় প্রদান করেন। রায় ঘোষণার পর আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম এবং আসামির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সামছুদ্দিন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top