বৃহঃস্পতিবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


ইউরোপে যে কারণে নিষিদ্ধ হলো জেল নেলপলিশ


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৬

আপডেট:
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৯

ছবি ‍সংগৃহিত

গত কয়েকবছর ধরেই নখের কারুকাজ বা নেল আর্টের জনপ্রিয়তা বেড়েছে। হরেক রঙ আর নকশায় নখ রাঙাচ্ছেন কিশোরী, তরুণী সবাই। নেল আর্টের ক্ষেত্রে জেল নেলপলিশের জনপ্রিয়তা অনেক বেশি।

কারণ সাধারণ নেলপলিশের রঙ হয় ক্ষণস্থায়ী। রোজকার কাজকর্ম করতে গেলে দ্রুতই নেলপলিশের রঙ উঠে যায়। এদিকে জেল নেলপলিশের এক পরতেই ঢেকে যায় নখের সব খুঁত। তাই নারীরাও সাধারণ নেলপলিশের চেয়ে জেল নেলপলিশ বেশি পছন্দ করছেন।

কিন্তু গত ১ সেপ্টেম্বর থেকে ইউরোপীয় দেশগুলোতে নিষিদ্ধ করা হয়েছে জেল নেলপলিশ। কিন্তু কেন? জানা যাচ্ছে, জেল নেলপলিশে আলাদা করে চকচকে ভাব বা জেল্লা আনার জন্য ‘টিপিও’ (TPO) বা (Trimethylbenzoyl Diphenylphosphine Oxide) নামক বিশেষ একটি রাসায়নিক ব্যবহার করা হয়। এই রাসায়নিকটিকে ‘বিষ’ বলে ঘোষণা করেছে ইউরোপ।

বিভিন্ন গবেষণা অনুযায়ী, বন্ধ্যাত্ব কিংবা প্রজনন সংক্রান্ত সমস্যার জন্য এই ‘টিপিও’ নামক বিষাক্ত পদার্থটির যথেষ্ট প্রভাব রয়েছে। শুধু তাই নয়, এই উপাদানটি কার্সিনোজেনিক বা ক্যানসার সৃষ্টিতে ভূমিকা রাখে। এমনটাই বলছে গবেষণা। এজন্যই জেল নেলপলিশ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপের দেশগুলো।

এছাড়া জেল নেলপলিশ শুকোনোর ক্ষেত্রে ইউভি রশ্মি ব্যবহার করা হয়। এটি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকদের একাংশ। তাদের মতে এই টিপিও নামক রাসায়নিকটি খোলা হাওয়ায় সহজে শুকাতে চায় না। জেল নেলপলিশ হাতে দেওয়ার পর অন্তত ১৫ মিনিট অতিবেগুনি রশ্মিযুক্ত আলোর নিচে রাখতে হয়।

যথাযথ ব্যবস্থা না নিয়ে ঘন ঘন ইউভি রশ্মির সংস্পর্শে এলে ত্বকের ক্যানসার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তবে ওই নির্দেশিকায় বলা হয়েছে, যেসব ব্র্যান্ডে জেল নেলপলিশে ‘TPO’-র অস্তিত্ব নেই, সেগুলো নিরাপদ বলেই বিবেচিত হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top