মাগুরায় মুক্ত গণমাধ্যম দিবস পালিত
প্রকাশিত:
৩ মে ২০২৫ ১৫:৪২
আপডেট:
৪ মে ২০২৫ ০৪:৩০

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন উপলক্ষে মাগুরা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে।
শনিবার (৩ মে) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্ত গণমাধ্যমের নামে অপ-সাংবাদিকতা নিন্দনীয়। অবাধ তথ্য প্রবাহের যুগে সত্যনিষ্ঠ সংবাদ প্রাপ্তি খুব প্রয়োজন হলেও বিভিন্ন সামাজিক গণমাধ্যমে গুজব ছড়ানো হয়, যা সামাজিক সংকটের সৃষ্টি করে। বক্তারা সাংবাদিকতাকে অবাধ ও মুক্ত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদের প্রতি গুরুত্ব আরোপ করেন।
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন - মাসুম বিল্লাহ কলিন্স, শরিফ তেহরান টুটুল, রবিন শরীফ, পংকজ রায় প্রমুখ ।
এ সভাটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: