বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


জরুরি অবস্থা জারির জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন ৩ আইনজীবীর


প্রকাশিত:
১৯ মার্চ ২০২০ ২০:২৩

আপডেট:
২০ মার্চ ২০২০ ০০:২৬

ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে জরুরি অবস্থা জারির জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী। তারা হলেন- মোহাম্মদ শিশির মনির, আসাদুজ্জামান ও জুবায়ের রহমান। বৃহস্পতিবার দুপুরে এ আবেদনের কথা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশ্বজুড়ে ২ লাখ ১৯ হাজার ৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৮ হাজার ৯৬১ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৫ হাজার ৬৭৩ জন। পরিস্থিতি মোকাবিলায় অনেক দেশেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বাংলাদেশে এ পর্যন্ত ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। মারা গেছেন ১ জন। এছাড়া বাংলাদেশে প্রতিদিন প্রায় ৭ হাজার মানুষ দেশে আসছে করোনায় আক্রান্ত দেশগুলো থেকে। তাই এ ভাইরাস বাংলাদেশে মহামারি আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top