শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


সুস্থ আছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২২ ০২:৫৪

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৪:১৩

 ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির দশম জাতীয় সম্মেলনের আহ্বায়ক রওশন এরশাদ বলেছেন, ‘আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ; আমার ওপর কোনো ধরনের চাপে নেই। যারা আমাকে বারবার অসুস্থ বলে প্রচার করছেন তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখা দরকার।’

গত কয়েক দিন ধরে সংবাদমাধ্যমে নিজের অসুস্থতার খবর দেখার পর শনিবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন রওশন এরশাদ।

বিবৃতিতে রওশন এরশাদ বলেন, ‘তৃতীয় পক্ষের ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে বলে যে তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। এর কোনো ভিত্তি নেই। যে মুর্হূতে আমি সুস্থ হয়ে উঠেছি এবং সংসদ কার্যক্রমে অংশ নিতে শারীরিক ও মানসিক প্রস্তুত, সে মুর্হূতে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, সেটাই এখন প্রশ্ন।’

জাপার প্রধান পৃষ্ঠপোষক বলেন, ‘গঠনতন্ত্র-২০-এর উপধারা-১-এ উল্লেখিত বিধিতে দেওয়া প্রধান পৃষ্ঠপোষকের ক্ষমতা বলে আমি বিশেষ প্রয়োজন উল্লেখ করেই দশম জাতীয় সম্মেলন ডেকেছি। বিগত তিন বছর সারাদেশে জাতীয় পার্টির যে বেহাল দশা এবং অসংখ্যক দক্ষ যোগ্য নেতাকর্মীর আর্তনাদ, আমাকে ব্যথিত করেছে। যা কিনা পল্লীবন্ধু খেতাব ও তার আদর্শকে সামনের দিকে এগিয়ে নিতেই আল্লাহর অশেষ রহমত এবং লাখো লাখো নেতাকর্মীর দোয়ায় সম্পূর্ণ সুস্থ হয়ে পার্টিকে রক্ষা করতেই দশম জাতীয় সম্মেলনের ডাক দিয়েছি।’

রওশন বলেন, ‘জাতীয় পার্টির সবাই আমার সন্তান, আত্মার পরম আত্মীয়। স্নেহের ছোট ভাই-বোন ও বন্ধুজন। তাই সব বিভেদ ও মতপার্থক্য এবং বিভ্রান্তি ভুলে গিয়ে পার্টির দশম জাতীয় সম্মেলন সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আবারো উদাত্ত আহ্বান জানাই। আল্লাহর রহমতে শিগগিরই দেশে এসে সময়ের সাথী হবো, বিপদে-আপদে থাকব তোমাদেরই পাশে। ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, সম্প্রতি জাপার সংসদীয় দল থেকে রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতার পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পদে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের নাম সুপারিশ করে সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর কাছে চিঠি দেওয়া হয়েছে। সে চিঠিতে বলা হয়, অসুস্থ থাকায় সংসদে উপস্থিত থাকতে পারেন না রওশন এরশাদ। তাই তার পক্ষে বিরোধীদলীয় নেতা হিসেবে কার্যক্রম চালানো সম্ভব হবে না।

অন্যদিকে, সংবাদমাধ্যমে জাপা চেয়ারম্যান ছাড়াও দলের একাধিক শীর্ষ নেতা জানান রওশন এরশাদ অসুস্থ। তৃতীয় কোনো পক্ষের চাপে এজেন্ডা বাস্তবায়নের জন্য রওশন জাপার সম্মেলন ডেকেছেন বলেও দাবি করেন তারা।


সম্পর্কিত বিষয়:

সংসদ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top