বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


এত অত্যাচারের পরেও আইনশৃঙ্খলা বাহিনী সংযম করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
১ নভেম্বর ২০২৩ ১৭:৪৪

আপডেট:
১৪ মে ২০২৫ ১৪:৪৬

ছবি সংগৃহীত

দেশের রাজনৈতিক অস্থিরতায় জাতিসংঘ সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, পুলিশ গত কয়েক দিন ধরে সংযম দেখাচ্ছে। পুলিশের এমন আচরণে তিনি গর্বিত। তবে পুলিশ সংযম দেখালেও বিএনপি ভায়োলেন্স করছে বলে অভিযোগ মন্ত্রীর।

বুধবার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন।

জাতিসংঘের সংযম প্রদর্শনের আহ্বান প্রসঙ্গে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ তাদের দায়িত্ব পালন করছে। যাতে তারা (বিএনপি) ভায়োলেন্সে না যায়, তাদের তো এটা মানা উচিত। ভায়োলেন্সে তারা না গেলেই তো পারে, আমরা তো সংযম দেখাচ্ছি। এত অত্যাচারের পরেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সংযম করেছে। একজন পুলিশকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী চুপ করে দাঁড়িয়েছিল। আমাদের পুলিশ যেভাবে সংযম দেখিয়েছে, এজন্য আমি গর্বিত। ভায়োলেন্স আমরা করছি না। জাতিসংঘ তাদের (বিএনপি) উদ্দেশ্য করে বলেছে।

যানবাহনের অগ্নিসংযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিভিন্ন জায়গায় যানবাহনের অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। যেখানে আগুন ধরাবে, সেখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ন্যস্ত দায়িত্ব তারা পালন করবেন। এখানে কোনো ঘাটতি হবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে।

চলমান অবরোধে বিএনপি নাশকতা করছে দাবি করে আসাদুজ্জামান খান কামাল বলেন, চোরাগোপ্তাভাবে বাসে আগুন ধরানো এটা তাদের প্র্যাকটিস। এটা শুধু আজকে নয়, অনেক দিন ধরে করছে। আপনারা সেই দৃশ্যটা নিশ্চয়ই ভোলেননি। একজন রিটায়ার্ড কর্মকর্তার একমাত্র সম্বল বাস। তার বাসে যখন আগুন ধরিয়ে দিয়েছে, তখন তার স্ত্রীকে বলছে, বউরে আমার সব শেষ। আমার আশা-ভরসা শেষ। এই পর্যায়েই তো ওরা (বিএনপি)। সম্পদ নষ্ট করছে মানুষের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে। বাসের মধ্যে ঘুমন্ত হেলপার ছিল, তাকে আগুন ধরিয়ে দিয়েছে। যেটা ২০১৪ সালে হয়েছে। সেটাই আবার তারা শুরু করেছে।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি সংলাপের বিষয়ে জানতে চেয়েছেন। আমরাও সংলাপের পক্ষে। তবে আমাদের সঙ্গে আলোচনার জন্য আসতে হবে। সংবিধানের বাইরে গিয়ে কোনো সংলাপ নয় বিএনপির সঙ্গে। তারা আসলে সংলাপ চায় না, নির্বাচনও চায় না। তারা সহিংসতা চায়। এখন যা তারা করছে।

যুক্তরাজ্যে অবৈধ প্রবাসীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ মাইগ্রেন্টদের নিয়ে কথা হয়েছে। তাদের সঙ্গে এ নিয়ে একটি চুক্তির কথা আছে আমাদের সঙ্গে। চুক্তিটি শিগগিরই করা হবে।

মন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা আধুনিক ট্রেনিং দিয়ে সহযোগিতা করবেন বলে তারা জানিয়েছেন।


সম্পর্কিত বিষয়:

#বাংলাদেশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top