শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


পর্নোগ্রাফির সব ওয়েবসাইট শুক্রবারের মধ্যে বন্ধ: আইন উপদেষ্টা


প্রকাশিত:
১৩ মার্চ ২০২৫ ১৭:৩৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০২:৫৬

ছবি সংগৃহীত

দেশে এখনো চালু থাকা পর্নোগ্রাফির সব ওয়েবসাইট শুক্রবারের (১৪ মার্চ) মধ্যে বন্ধ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, ৫ আগস্টের পর দেশে পর্নোগ্রাফির অনেক ওয়েবসাইট চালু আছে ও চালু করা হয়েছে। সেগুলো আমাদের নজরে এনেছে। ফলে রাষ্ট্রের পক্ষ থেকে সেসব ওয়েবসাইট অচিরেই বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ এটার সঙ্গে ধর্ষণের সম্পর্ক রয়েছে।

আইন উপদেষ্টা বলেন, পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি শুক্রবারের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।

এক গবেষণায় দেখা গেছে, দেশে কিশোর-কিশোরীদের ৬৩ শতাংশই ইন্টারনেটে আসক্ত। এর মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পর্নোগ্রাফিতে আসক্ত। ফলে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়ছে। এ অবস্থায় অভিভাবকসহ সচেতন মানুষরা দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফির ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছেন। এরই প্রেক্ষিতে ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত বিটিআরসি ১২ হাজার ৩টি অনলাইন জুয়ার সাইট বন্ধ করেছিল। তখন হাজারের বেশি পর্নোগ্রাফির সংখ্যক সাইট বন্ধ করা হয়েছিল। কিন্তু সামগ্রিকভাবে এসব কার্যক্রম বন্ধ করা যায়নি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top