সোমবার, ২২শে সেপ্টেম্বর ২০২৫, ৭ই আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


পাম্প দিয়ে রাস্তার পানি সরাচ্ছে দক্ষিণ সিটি করপোরেশন


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৫

আপডেট:
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫১

ছবি : সংগৃহীত

ভোর রাতের টানা বজ্রসহ বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দ্রুত পানি নিষ্কাশনে কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বিশেষ করে গ্রিন রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শান্তিনগর, বেইলি রোড, কাকরাইল, পল্টন, সাত মসজিদ রোড ও ধানমন্ডি এলাকায় রাস্তায় পানি জমে যায়। এসব জায়গায় ইতোমধ্যে পাম্প বসিয়ে পানি সরানোর কাজ শুরু হয়েছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকায় দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে কিছু এলাকায় অতি ভারী বর্ষণ হয়েছে, যার ফলে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা প্রতিটি ওয়ার্ডে নিরলসভাবে কাজ করছেন। একইসঙ্গে ওয়ার্ডভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিমও পরিস্থিতি নজরদারিতে রেখেছে। জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি বর্তমানে অস্থায়ী পোর্টেবল পাম্প ব্যবহার করছে।

তবে পানি নিষ্কাশনের আউটলেট এবং আশপাশের খাল-নদীর পানির স্তর প্রায় সমান হয়ে যাওয়ায় কিছু এলাকায় পানি সরে যেতে সময় লাগছে। এমন পরিস্থিতিতে দ্রুত পানি সরাতে বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে কমলাপুরে হাই প্রেসার ভার্টিক্যাল পাম্প বসানো হয়েছে, যা ইতোমধ্যে কার্যকরভাবে পানি সরাচ্ছে।

ডিএসসিসি সূত্র জানিয়েছে, পুরো পরিস্থিতি তদারকি করা হচ্ছে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে। জরুরি প্রয়োজনে নগরবাসী ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

বৃষ্টির কারণে কিছু সময় যান চলাচলে সমস্যা হলেও, ডিএসসিসির দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পানি নিষ্কাশনের কাজে ব্যবহৃত পাম্পগুলো ২৪ ঘণ্টা সক্রিয় রাখা হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

এদিকে কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, প্রবল বৃষ্টি চলতে থাকলে কিছু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা থাকতে পারে। তাই ডিএসসিসি নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে এবং প্রয়োজন হলে দ্রুত জরুরি নম্বরে যোগাযোগ করতে বলেছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top