গুলশান বিভাগে নতুন ডিসি
প্রকাশিত:
১৩ জুলাই ২০২১ ০০:৫১
আপডেট:
১৩ জুলাই ২০২১ ০২:৫৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগে নতুন উপকমিশনার (ডিসি) দেওয়া হয়েছে। এই বিভাগে দায়িত্ব পেয়েছেন মো. আসাদুজ্জামান। যিনি মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার ছিলেন।
সোমবার (১২ জুলাই) ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত রোববার এক অফিস আদেশে এই বদলি করা হয়।
অফিস আদেশে বলা হয়, গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নং- ৪৪.০০.০০০০.০৯৪.১৯.০৩৬.২০.৫৪৩(১১) তারিখ- ১১/০৭/২০২১ খ্রি. মোতাবেক বগুড়ার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। তিনি বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে দায়িত্বভার অর্পন করার পর এ আদেশ কার্যকর হবে।
উল্লেখ্য, মো. আসাদুজ্জামান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক।
সম্পর্কিত বিষয়:
ডিএমপি
আপনার মূল্যবান মতামত দিন: