শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ফল আসেনি শিক্ষমন্ত্রীর সাথে বৈঠকে

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শাবিপ্রবি শিক্ষার্থীদের


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২২ ২২:০১

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ১৩:৪৩

শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন আন্দোলনরত শাবিপ্রবি শিক্ষার্থীরা

টানা কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের সাথে ভার্চুয়ালি বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় অনশন চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা।

শনিবার ২২ জানুয়ারি, দিনগত রাত ১টার দিকে শিক্ষামন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠক করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্র-ছাত্রী। বৈঠক শেষে রাত আড়াইটার দিকে শিক্ষার্থীদের পক্ষে সাংবাদিকদের সাথে কথা বলেন সাব্বির হোসেন, নাফিসা আনজুম ও মোহাইমিনুল বাশার রাজ। তারা জানান, প্রায় এক ঘন্টার বেশি আলোচনায় ছাত্র-ছাত্রীদের বিভিন্ন আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, সমাধান করতে একটু সময় লাগতে পারে। তারা যেন আপাতত অনশন বন্ধ করি। নানা আশ্বাস দিলেও উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগের বিষয়ে সুনির্দিষ্ট কোন আশ্বাস মেলেনি। শাবিপ্রবি শিক্ষার্থীরা জানান, তারা একটি দাবিতেই থাকতে চান। আর তা হচ্ছে উপাচার্যের পদত্যাগ। তাদেরকে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দিলে, মন্ত্রীর কথায় সায় দেন শিক্ষার্থীরা। আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করতে শিক্ষামন্ত্রীর আহবানে শিক্ষার্থীরা জানান, বর্তমান ভিসি ফরিদ উদ্দিনের ক্যাম্পাসে থাকাই ছাত্র-ছাত্রীদের জন্য সবচেয়ে বড় ক্ষতি। ভিসি না সরলে অনশন চলবে।

রোববার ২৩ জানুয়ারি দুপুরের পর আবারও শিক্ষামন্ত্রীর সাথে আন্দোলনরত শাবিপ্রবি শিক্ষার্থীদের আলোচনায় বসার কথা রয়েছে। উপাচার্যের পদত্যাগসহ বেশ কয়েকটি দাবিতে গেল কয়েকদিন ধরে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এসএন/জুআসা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top