কামাল লোহানীর মৃত্যুতে শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রীর শোক
প্রকাশিত:
২০ জুন ২০২০ ১৮:০৮
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৪:২১

ভাষাসৈনিক, প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।
আজ এক শোকবার্তায় শিল্পমন্ত্রী বলেন, কামাল লোহানী ছিলেন বাংলাদেশের সাংবাদিকতা ও সাংস্কৃতিক জগতে এক কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব।
অপর এক শোকবার্তায় শিল্প প্রতিমন্ত্রী বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সাংবাদিকতা ও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে কামাল লোহানী অসামান্য ভূমিকা রাখেন।
শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী কামাল লোহানীর বাংলা ভাষা ও মাতৃভূমির জন্য কারাবরণসহ নানান অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারা বলেন, কামাল লোহানীর মৃত্যুতে দেশের সাংবাদিকতা ও সংস্কৃতির জগতের যে ক্ষতি হল, তা কখনো পূরণ হবার নয়।
শিল্প মন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পর্কিত বিষয়:
কামাল লোহানী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি মুক্তিযুদ্ধ সাংবাদিক
আপনার মূল্যবান মতামত দিন: