রবিবার, ৪ঠা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ব্রাজিলের ডেডলাইন ও আনচেলত্তির কথার সুর মিলে গেল যেভাবে


প্রকাশিত:
৪ মে ২০২৫ ১১:০৬

আপডেট:
৪ মে ২০২৫ ১৬:৪৭

ছবি সংগৃহীত

কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হয়েও হচ্ছে না। একই সময়ে তার অপেক্ষায় আছে ব্রাজিলও। এর আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হওয়ার ব্যাপারে মৌখিক সম্মতি দিয়েও নাটকীয়ভাবে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন আনচেলত্তি। তবে সেলেসাওরা আশা ছাড়ছে না, বেঁধে দিয়েছে নতুন ডেডলাইন। রিয়াল কোচও সুর মিলিয়ে ওই সময়েই নিজের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন।

সম্প্রতি সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছিল, আনচেলত্তির জন্য সময়সীমা বাড়িয়ে আরেকটি ডেডলাইন ঠিক করেছে সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন)। লা লিগায় তারা রিয়াল মাদ্রিদের শিরোপার সম্ভাবনা কেমন তা নিশ্চিত হতে চায়। সিবিএফ চায়– আগামী ২৬ মে’র মধ্যে তাদের নতুন কোচ নিয়োগ দিতে। কারণ জুনের শুরুতেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাদের নামতে হবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। সে কারণে আগেভাগেই স্কোয়াড ঘোষণা করতে হবে ব্রাজিলসহ বাকি দলগুলোকে।

রিয়ালে প্রধান কোচ পদে থাকা নিয়ে জানতে চাওয়া হয় আনচেলত্তির কাছেও। চলতি মৌসুমে মাদ্রিদের ক্লাবটির একমাত্র আশায় পরিণত হয়েছে লা লিগায়। যেখানে তাদের কোনো হোঁচট খাওয়া চলবে না। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এক ম্যাচ বেশি খেলে এগিয়ে আছে ৭ পয়েন্ট ব্যবধানে। লা লিগায় আজ রাতে রিয়ালের প্রতিপক্ষ সেল্টা ভিগো। সেই ম্যাচের আগে ক্লাবটিতে ভবিষ্যৎ ও ব্রাজিলে যাওয়া নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় রিয়াল কোচ আনচেলত্তিকে।

জবাবে বিশ্বফুটবলের অন্যতম হেভিওয়েট এই কোচ জানান, ‘আমি পরিষ্কার করে বলতে পারি– এই ক্লাব, এর সব খেলোয়াড় এবং সমর্থকদের আমি খুব ভালোবাসি, তাদের প্রতি আমার যথেষ্ট সম্মানও আছে। আমি আমার ভবিষ্যৎ নিয়ে (চলতি মে মাসের) ২৫ তারিখের পর কথা বলব, তার আগে নয়। আগামী ২৫ মে’র পর কী হবে, সেই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর এখন আমার দেওয়ার দরকার নেই।’

লা লিগায় রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচটি হতে পারে ২৪ অথবা ২৫ মে। যেখানে তারা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নামবে। অর্থাৎ আনচেলত্তির বলা তারিখ ও ব্রাজিলের ডেডলাইনের মধ্যেই নিষ্পত্তি ঘটবে লা লিগার শিরোপা। ফলে তখনই আনচেলত্তি রিয়ালে থাকবেন নাকি ব্রাজিলে যাবেন তা পরিষ্কার হয়ে যাবে। চলতি মৌসুমে রিয়াল কোনো শিরোপা জেতেনি। চ্যাম্পিয়ন্স লিগের সেরা আট থেকে ছিটকে পড়া ছাড়াও দুই স্প্যানিশ প্রতিযোগিতার (সুপারকাপ ও কোপা দেল রে) ফাইনালে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে।

সবমিলিয়ে রিয়ালের জন্য এই মৌসুমে সান্ত্বনা হতে পারে লা লিগার শিরোপা। যেখানে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা ৩৪ ম‍্যাচে ৭৯ পয়েন্ট পেয়েছে। গতকাল রিয়াল ভায়াদোলিদকে হারিয়ে রিয়ালের চেয়ে তাদের ব্যবধান বাড়ল ৭–এ। এক ম‍্যাচ কম খেলা মাদ্রিদের ক্লাবটির পয়েন্ট ৭২। শেষ ট্রফি জয়ের সুযোগ থাকা সত্ত্বেও ব্রাজিলের কোচ হওয়া নিয়ে গুঞ্জন মানতে পারেননি রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ফলে তার চাপেই ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে কার্লো মত বদলান বলে আলোচনা উঠেছে।

শুরু থেকেই ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে নিস্পৃহ ছিলেন ইতালিয়ান এই টেকটেশিয়ান। যদিও সিবিএফ তাকে পেতে একেবারে লেগে ছিল বলা চলে। ফলে পরবর্তীতে আনচেলত্তিও তাদের ইতিবাচক সাড়া দেন। এমনকি এবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে রিয়ালের বিদায়ের পর তিনি মৌখিকভাবে ব্রাজিলের কোচ হওয়ার কথা পাকাপোক্ত করেন বলে জানায় গণমাধ্যম। কিন্তু ৪৮ ঘণ্টার ব্যবধানে সেই মত বদলে ফেলেন আনচেলত্তি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top