বাংলাদেশ নতুন কোচ শন টেইটকে নিয়ে যা বললেন মিরাজ
প্রকাশিত:
১৩ মে ২০২৫ ১৫:৪০
আপডেট:
১৩ মে ২০২৫ ২০:৩৩

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শন টেইট। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪২ বছর বয়সী এই কোচ চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেবেন।
টাইগার পেসারদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত টেইট নিজেও। বাংলাদেশ ক্রিকেটে যে নতুন যুগের সূচনা হয়েছে তা থেকে ভালো ফলাফল এনে দিতে চান তিনি। বিশেষ করে তরুণ পেসারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন।
এর আগে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে কয়েকবার কাজ করেছেন টেইট। তাই অনেক ক্রিকেটারের সঙ্গে যেমন তার পরিচয় আছে, তেমনি এখানকার ক্রিকেট সংস্কৃতিও ভালোই জানা তার। টেইটের সঙ্গে কাজ করেছেন মেহেদী হাসান মিরাজও। বিপিএলে ছিলেন একই দলের দায়িত্বে। যে কারণে খুব কাছ থেকেই টেইটকে দেখেছেন মিরাজ।
আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন মিরাজ। সেখানে স্বাভাবিকভাবেই টেইট প্রসঙ্গে প্রশ্ন আসে। জবাবে মিরাজ বলছিলেন, ‘দেখেন শন টেইটের সঙ্গে এর আগে আমি কাজ করেছিলাম। আমি যে বার বিপিএলে অধিনায়ক ছিলাম চিটাগংয়ের সে বার শন টেইট কিন্তু কোচ ছিল। তো আমার কাছে মনে হয় ওর সাথে বোঝাপড়াটা খুব ভালো ছিল। একজন মানুষ হিসেবে ও (শন টেইট) অনেক ভালো। অনেক দয়ালু এবং সাহায্যকারী।’
‘আমার মনে হয় এরকম টাইপের কোচ থাকা দলের জন্য খুবই ভালো। আমি নিজেও ওকে ব্যক্তিগতভাবে চিনি জানি ও খেলোয়াড়দের অনেক সাপোর্ট করে। এবং ও নিজে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতো দলে। ও জানে এখানে কি করতে হবে। আমার মনে হয় এটা ভালো পজিটিভ দিক আমাদের দলের জন্য যে ওকে বেছে নেওয়া হয়েছে।’
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: