শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ধীরগতিতে শ্রীলংকার ফিফটি, রিভিউ ‘নষ্ট’ করলো বাংলাদেশ


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২১ ১৮:৫৭

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৩:৪৬

ছবি: সংগৃহীত

শ্রীলংকায় পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে টস জিতে আগে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। এই টেস্টে বাংলাদেশের পক্ষে অভিষেক হয়েছে পেসার শরিফুল ইসলামের।

ব্যাট হাতে নেমে বাংলাদেশি পেসারদের খুব সমীহ করে খেলছে দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরিমান্নে।

দ্রুতগতিতে রান নেওয়ার কোনো তাড়া নেই তাদের। ইতোমধ্যে ২১ ওভার শেষে দলীয় অর্ধশতক পূরণ করেছে তারা। বল হাতে কিপটে হলেও উইকেট নিতে সমর্থ হয়নি এখনও বাংলাদেশের পেসাররা।

তাসকিন, জায়েদ ও মিরাজকে মোকাবিলা করে ৬৮ বলে ২৮ রান করেছেন করুণারত্নে। অপরপ্রান্তে ৬১ বলে ২০ রান জমা করেছেন লাহিরু।

এই টেস্ট দিয়ে অভিষেক ঘটা শরিফুল ইসলাম এখন পর্যন্ত করেছেন ৪ ওভার। তুলনামূলক খরুচে বোলার তিনিই। ১৪ রান দিয়ে ফেলেছেন। কোনো মেডেন পাননি।

অন্য দিকে প্রথম টেস্টে দারুণ পারফর্ম দেখানো অভিজ্ঞ তাসকিন ৭ ওভারে দিয়েছেন ১৯ রান। তাসকিন, মিরাজ ১টি করে মেডেন পেয়েছেন। জায়েদ পেয়েছেন ৩টি।

রিভিউয়ের সঠিক ব্যবহারে এখনও পারদর্শী হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। ক্যান্ডি টেস্টের প্রথম দিনের খেলায় যেমন নষ্ট করলো একটি রিভিউ। আবু জায়েদ রাহীর বল দিমুথ করুণারত্নের ব্যাটের বেশ খানিকটা বাইরে দিয়ে যাওয়ার পরও রিভিউ নিয়েছিলেন অধিনায়ক মুমিনুল হক।

জায়েদের ওভারে একটি রিভিউ নষ্ট করেছে বাংলাদেশ। ১২তম ওভারের চতুর্থ বলটি করেছিলেন রাহী। অফ স্টাম্পের বাইরে পিচ করা বল হয়তো পয়েন্ট দিয়ে মারতে চেয়েছিলেন বাঁহাতি করুণারত্নে। কিন্তু বাড়তি বাউন্স পাওয়ায় চাহিদা অনুযায়ী খেলতে পারেননি।

বল সরাসরি জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। বোলার রাহী আবেদন করতেই থাকলেন, তাতেও আম্পায়ারের সাড়া মেলেনি। এই অবস্থায় বেশ খানিকটা সময় নিয়ে অতঃপর রিভিউ নিলেন মুমিনুল।

কিন্তু রিপ্লেতে দেখা যায়, ব্যাট-বলে কোনও সংযোগ হয়নি। ফলে রিভিউ হারায় বাংলাদেশ।

বোঝাই যাচ্ছে রিভিউয়ের সঠিক ব্যবহারে এখনও পারদর্শী হয়ে উঠতে পারেনি বাংলাদেশ।


সম্পর্কিত বিষয়:

ক্রিকেট

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top