বৃহঃস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫, ১লা শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


গ্লোবাল সুপার লিগ

রাতে রংপুরের বিপক্ষে মাঠে নামছে সাকিবের দল


প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫ ১১:৪৯

আপডেট:
১৭ জুলাই ২০২৫ ০১:২৮

ছবি সংগৃহীত

একদিকে শ্রীলঙ্কায় বাংলাদেশ জাতীয় দল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামছে, আরেকদিকে রয়েছে গ্লোবাল সুপার লিগে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের ম্যাচ। সেখানে আবার তাদের প্রতিপক্ষ সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালস। অর্থাৎ, প্রায় একই সময়ে দু’দিকেই চোখ রাখতে হচ্ছে টাইগার ক্রিকেটভক্তদের।

আজ বুধবার(১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী লড়াই। আর গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে ওঠার লক্ষ্যে রংপুর রাইডার্স খেলবে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে। জাতীয় দলের ম্যাচ শুরুর ঠিক ৩০ মিনিট পর রাত ৮টায় শুরু হবে রংপুর-ক্যাপিটালসের ম্যাচ।

গ্লোবাল সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এখন পর্যন্ত অপরাজিত। অনুষ্ঠিত দুটি ম্যাচেই তারা জয় পেয়েছে। অবশিষ্ট দুই ম্যাচের মধ্যে একটিতে জিতলেও নুরুল হাসান সোহানের দলটি ফাইনালে উঠে যাবে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে রংপুরের অবস্থান দ্বিতীয়। ৩ ম্যাচে সমান ৪ পয়েন্ট পেলেও শীর্ষে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, নেট রানরেটে এগিয়ে আছে ইমরান তাহিরের দলটি।

অন্যদিকে, দুবাই ক্যাপিটালস আবার বেশ ভালো সমর্থন পাচ্ছে শুধুমাত্র সাকিব আল হাসানের কারণে। জাতীয় দলে না থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি এখন প্রায় নিয়মিত। দুবাইয়ের হয়ে প্রথম ম্যাচে ব্যাটে বলে ভালো পারফরম্যান্স করে দলকে জিতিয়েছেনও। পরের দুই ম্যাচে সাকিবের পাশাপাশি তার দলও ব্যর্থ। সেন্ট্রাল ডিসট্রিক্টস ও হোবার্ট হারিকেন্সের কাছে দুবাই এখন নামেমাত্র টুর্নামেন্টে টিকে আছে। তবে সাকিবের সাবেক ক্লাব হিসেবে রংপুরের বিপক্ষে আজকের ম্যাচটি নিয়ে বেশ আগ্রহ আছে দেশের ক্রিকেটভক্তদের।

এ ছাড়া আরও একটি বিষয় জড়িয়ে আছে সাকিব ও রংপুরের মাঝে। এবারের গ্লোবাল সুপার লিগে প্রথমে সাবেক এই বাংলাদেশ অধিনায়কের খেলার কথা ছিল রংপুরের হয়ে। সর্বশেষ ২০২৪ বিপিএলেও তিনি ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন। তবে দৃশ্যপট পাল্টে যায় গত ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের কারণে। বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত রংপুরও গ্লোবাল সুপার লিগের স্কোয়াডে রাখেনি সাকিবকে।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top