সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৭শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


ইসরায়েলকে ফুটবল থেকে বহিষ্কারের দাবি জাতিসংঘ দূতের


প্রকাশিত:
১১ আগস্ট ২০২৫ ১৫:২৯

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৫:৩২

ছবি সংগৃহীত

ইসরাইলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। তার অভিযোগ, গাজায় ইসরাইল যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, “খেলাধুলা হোক বর্ণবাদ ও গণহত্যামুক্ত। এক বল, এক কিক করে এগিয়ে যাই।”

এই মন্তব্যের আগে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এক বিবৃতিতে সদ্য নিহত ফিলিস্তিনি ফুটবলার সুলেইমান আল-ওবেইদকে শ্রদ্ধা জানায়। তাকে 'ফিলিস্তিনি পেলে' বলে উল্লেখ করে সংস্থাটি।

৪১ বছর বয়সী ওবেইদ গত বুধবার দক্ষিণ গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হন। তিনি ছিলেন ফিলিস্তিনি জাতীয় দলের অন্যতম সেরা তারকা। জাতীয় দলের হয়ে ২৪টি ম্যাচে অংশ নিয়ে দুটি গোল করেছিলেন। গাজায় জন্ম নেওয়া এই ফুটবলার ছিলেন পাঁচ সন্তানের জনক।

আলবানিজ তার পোস্টে আরও লেখেন, “এখন সময় এসেছে হত্যাকারীদের প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার, উয়েফা।”

ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের হামলা শুরুর পর থেকে গাজায় অন্তত ৮০০ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন। খেলাধুলার অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ৬১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গোটা অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের মুখে পড়েছে লাখো মানুষ।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলাও চলছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top