শুক্রবার, ৮ই আগস্ট ২০২৫, ২৩শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


৯০ ডিগ্রি বাঁকযুক্ত ‘অদ্ভুত’ ডিজাইনের সেতু, ৭ ইঞ্জিনিয়ার বরখাস্ত


প্রকাশিত:
২৯ জুন ২০২৫ ১৬:০৮

আপডেট:
৮ আগস্ট ২০২৫ ০১:৪৩

ছবি সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহরের ঐশবাগ এলাকায় নির্মিত একটি রেলওভার ব্রিজে ৯০ ডিগ্রি বাঁক থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। অস্বাভাবিক এই নকশার দায়ে ৭ জন প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে, যাদের মধ্যে দু’জন চিফ ইঞ্জিনিয়ারও রয়েছেন।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই-এর বরাতে এনডিটিভি জানিয়েছে, শনিবার (২৮ জুন) মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এক্স (সাবেক টুইটার)-এ জানান, ‘ঐশবাগ রেলওভার ব্রিজ নির্মাণে মারাত্মক অবহেলা হয়েছে। তদন্ত করে আটজন প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মধ্যে সাতজনকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয়েছে এবং একজন অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। ব্রিজটির নকশাকারী প্রতিষ্ঠান ‘ডায়নামিক কনসালট্যান্ট’ ও নির্মাতা ‘পুনীত চাড্ডা’কেও কালো তালিকাভুক্ত করেছে সরকার। একইসঙ্গে ব্রিজে প্রয়োজনীয় পরিবর্তন আনতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।’

মুখ্যমন্ত্রী আরও জানান, “পরিবর্তন শেষ হওয়ার আগ পর্যন্ত ব্রিজটি উদ্বোধন করা হবে না।”

তবে নির্মাতারা দাবি করেছেন, আশপাশে মেট্রো স্টেশন ও জমির স্বল্পতার কারণে তাদের এই ব্যতিক্রমী নকশায় যেতে হয়েছে। সামান্য অতিরিক্ত জায়গা পাওয়া গেলে নিরাপদ কার্ভ দেওয়া যেত।

১৮ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সেতুটি ভোপালের স্টেশন এলাকা, মহামাই কা বাগ, পুষ্পা নগর এবং নিউ ভোপালের মধ্যে সংযোগ স্থাপন করবে, যা প্রায় তিন লাখ মানুষকে উপকৃত করার কথা ছিল।

তবে সাধারণ মানুষ ও নেটিজেনদের প্রশ্ন— এমন ৯০ ডিগ্রির বাঁক দিয়ে আদৌ যানবাহন নিরাপদে চলাচল করতে পারবে কি না?


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top