ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী
প্রকাশিত:
২৯ জুন ২০২৫ ১৭:৩১
আপডেট:
৯ আগস্ট ২০২৫ ২২:০৮

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, তিনি বিশ্বাস করেন, ন্যাটোতে ইউক্রেনের প্রবেশের ফলে পরের দিনই রাশিয়ার সঙ্গে সশস্ত্র সংঘাত এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হবে।
তিনি এক্স-পোস্টে লিখেছেন, 'ইউক্রেন ন্যাটোতে? এর অর্থ হবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ এবং পরের দিনই তৃতীয় বিশ্বযুদ্ধ।'
তিনি ইইউতে যোগদানের জন্য ইউক্রেনের আকাঙ্ক্ষা সম্পর্কেও মন্তব্য করেন। অরবান বলেন, ইউরোপীয় ইউনিয়নের বেপরোয়াভাবে ইউক্রেনকে স্বীকার করার তাড়াহুড়ো, যুদ্ধকে ইউরোপের কেন্দ্রস্থলে টেনে আনবে। এটি কূটনীতি নয়, এটি উন্মাদনা। আমরা ইউরোপকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দেব না।
এর আগে অরবান বলেছিলেন, এই সংস্থাগুলোতে ইউক্রেনের যুক্ত হওয়ার বিষয়ে ন্যাটো এবং ইইউতে মনোভাব পরিবর্তন হয়েছে। এমনকি পোল্যান্ডও তাদের অবস্থান পরিবর্তন করেছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: