করাচিতে সাতটি ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা
প্রকাশিত:
১০ আগস্ট ২০২৫ ১৩:২০
আপডেট:
১০ আগস্ট ২০২৫ ১৬:০১

পাকিস্তানের করাচিতে এক সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন নিহত হয়েছেন। রোববার ভোরে করাচির রশিদ মিনহাস রোডে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা ওই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় সাতটি ডাম্পার ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা।
ওই এলাকার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ইকবাল শেখ জানিয়েছেন, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিতে বাবা, তার ছেলে এবং মেয়ে ছিলেন। পরে হাসপাতালে নেওয়ার সময় ২২ বছর বয়সী মাহ নূর এবং ১৪ বছর বয়সী আলী রাজা মারা যান।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বেশ কয়েকটি ডাম্পার ট্রাকে আগুন ধরিয়ে দেন। আহত অবস্থায় আটক করার আগে ট্রাক চালককে স্থানীয়রা মারধর করে।
এসপি ইকবাল শেখ সাতটি ডাম্পার ট্রাক পুড়িয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তা থেকে পোড়া গাড়িগুলো সরানোর জন্য অভিযান চলছে।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থলেই ডাম্পার চালককে গ্রেফতার করা হয়েছে এবং ডাম্পার পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত ১০ জন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
মুখপাত্র আরও বলেন, সিসিটিভি ফুটেজের সাহায্যে আরও গ্রেফতার করা হবে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: