ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় ব্যাপক হামলা রাশিয়ার
প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৫ ১৫:১৪
আপডেট:
১৪ আগস্ট ২০২৫ ১৮:২৭

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে গত জুলাইতে চালানো এই হামলায় অন্যান্য আরও সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত জুলাই মাসে তাদের বাহিনী ক্ষেপণাস্ত্র ও রকেট জ্বালানি উৎপাদন কারখানা, অস্ত্র ডিজাইন কেন্দ্রসহ ইউক্রেনের একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এসব কারখানা রক্ষায় মোতায়েন পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা — এর মধ্যে প্যাট্রিয়ট লঞ্চার ও ফায়ার কন্ট্রোল রাডার — দ্নিপ্রোপেত্রোভস্ক ও সুমি অঞ্চলে ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, “কিয়েভ সরকার ও তাদের পশ্চিমা সহযোগীদের রাশিয়ার ভেতরে গভীরে হামলার জন্য ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।”
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: