বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের তিন গ্রাম দখল করল রাশিয়া


প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ১৩:০৭

আপডেট:
২১ আগস্ট ২০২৫ ১৭:৪৩

ছবি ‍সংগৃহিত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান বা শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের তিনটি গ্রাম দখল করেছে রাশিয়া। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ বাহিনীর দখল করা তিনটি গ্রামের নাম সুখেৎস্কি, প্যানকিভকা এবং নোভোগিওরগিভকা। এগুলোর মধ্যে সুখেৎস্কি এবং প্যানকিভকা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের এবং নোভোগিওরগিভকা গ্রামটি মধ্যপূর্বাঞ্চলীয় প্রদেশ দিনিপ্রোপেত্রোভস্কের। টেলিগ্রাম পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ ছিন্নভিন্ন সম্প্রতি এই তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা।”

ইউক্রেনীয় বাহিনী থেকে এখনও এ ঘটনার কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানাপোড়েন চলার ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

অভিযান শুরুর পর আট মাসের মধ্যে ইউক্রেনের ২ পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্ক, লুহানস্ক, দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ঝাপোরিজ্জিয়া এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খেরসনের বড় অংশ দখল করে রুশ বাহিনী। ওই বছরই ইউক্রেনের এই চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় মস্কো।

টেলিগ্রাম পোস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাড়ে তিন বছরব্যাপী যুদ্ধে এই চার প্রদেশে ইউক্রেনের নিয়ন্ত্রণ অনেকাংশে হ্রাস করার পর গত জুলাই মাসে প্রথমবারের মতো মধ্যপূর্বাঞ্চলীয় রাজ্য দিনিপ্রোপেত্রোভস্কে প্রবেশ করে রুশ বাহিনী। প্রবেশের এক মাসের মধ্যে রাজ্যের একটি গ্রাম রুশ সেনাদের নিয়ন্ত্রণে গেল।

এদিকে গত মে মাস থেকে ইস্তাম্বুলে শান্তি সংলাপ শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে, যা এখনও চলছে। তিন মাসেরও বেশি সময় ধরে চলা সেই বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে। সংলাপের সিদ্ধান্ত অনুসারে রাশিয়া ও ইউক্রেন উভয়পক্ষই হাজার হাজার সেনার মরদেহ এবং যুদ্ধবন্দি বিনিময় করেছে।

এছাড়া গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর ট্রাম্প জানিয়েছিলেন, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানকে তিনি অগ্রাধিকার দেবেন। তারপর কয়েক মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একাধিকবার টেলিফোনে আলোচনার পর গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তার তিন দিন পর ১৮ আগস্ট হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি।

জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেছিলেন, পুতিন এবং জেলেনস্কির সঙ্গে আলোচনা সফল হয়েছে এবং শিগগিরই দুই দেশের মধ্যে যুদ্ধের অবসান হবে বলে আশা করছেন তিনি। নিকট ভবিষ্যতে পুতিন-ট্রাম্প-জেলেনস্কির সমন্বয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে বলেও জোর দিয়ে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এমন আবহের মধ্যেই ইউক্রেনের নতুন তিনটি গ্রাম দখল করল রাশিয়া।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top