বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


জাপানে মার্কিন নৌবাহিনীর জাহাজে আগুন


প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ১৮:১১

আপডেট:
২১ আগস্ট ২০২৫ ২১:৩২

ছবি ‍সংগৃহিত

জাপানের ওকিনাওয়া দ্বীপের উপকূলে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস নিউ অরলিন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় বুধবার (২০ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

নৌবাহিনীর একজন মুখপাত্র নিউজউইককে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি আর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

মার্কিন ভূখণ্ডের বাইরে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক আমেরিকান সেনা জাপানে রয়েছে। জাপানে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি - কয়েক দশক ধরে চলা নিরাপত্তা চুক্তির অংশ, যা কখনো কখনো স্থানীয় জনগণের জন্য হতাশার বিষয় হয়ে দাঁড়ায়।

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম ওকিনাওয়াতে প্রতিটি মার্কিন সশস্ত্র বাহিনীর ‘গ্যারিসন’ রয়েছে।

ওকিনাওয়া নৌঘাঁটির কার্যক্রম এক ডজনেরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিস্তৃত। জাপানে ৫২ হাজার মার্কিন সেনার প্রায় দুই-তৃতীয়াংশ দ্বীপজুড়ে অবস্থান করছে।

জাপানি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে অনুসারে, জাপানের উপকূলরক্ষীরা স্থানীয় সময় বিকেল ৫টার পর নিউ অরলিন্স জাহাজে আগুন লাগার খবর জানতে পারে।

অল-নিপ্পন নিউজ নেটওয়ার্কের এক সংবাদকর্মী, বুধবার রাত পর্যন্ত আগুন নেভানোর প্রচেষ্টা চালাতে দেখেছেন।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top