বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


ইউক্রেনে এক রাতে ৬০০’র বেশি ড্রোন-মিসাইল হামলা চালাল রাশিয়া


প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ১৮:২৩

আপডেট:
২১ আগস্ট ২০২৫ ১৯:৩৮

ছবি ‍সংগৃহিত

রাশিয়া এক রাতে ইউক্রেনের দিকে ৫৭৪টি ড্রোন ও ৪০টি মিসাইল ছুড়েছে—যা সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের বিমানবাহিনী জানায়, মোট ৬১৪টি ড্রোন ও মিসাইলের মধ্যে ৫৭৭টি ভূপাতিত করা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

লভিভ অঞ্চলে এক ড্রোন ও মিসাইল হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। ২০টিরও বেশি বেসামরিক ভবন—যার মধ্যে আবাসিক ঘর ও একটি শিশু বিদ্যালয় রয়েছে—ক্ষতিগ্রস্ত হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সকারপাথিয়ায় একটি মার্কিন ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানে ক্রুজ মিসাইল হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। ওই মার্কিন কোম্পানি কফি মেশিনসহ বিভিন্ন গৃহস্থালি সরঞ্জাম উৎপাদন করে থাকে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা একে ‘গুরুতর ক্ষতি’ হিসেবে উল্লেখ করে বলেন, হামলাগুলো যুদ্ধ বন্ধের জরুরি প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করেছে।

হামলায় হাইপারসনিক, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এগুলোর বেশিরভাগ ছোঁড়া হয়েছে পশ্চিম রাশিয়া ও কৃষ্ণসাগর এলাকা থেকে, আরেকটি মিসাইল এসেছে রাশিয়া-দখলকৃত ক্রিমিয়া থেকে।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top