ধর্মীয় মেলায় অংশ নিতে গিয়ে প্রাণ হারাল ৮ জন
প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১১:১৪
আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ১৫:৫৫

ভারতের উত্তরপ্রদেশে ধর্মীয় মেলায় অংশ নিতে যাওয়া ভক্তদের বহনকারী ট্রাক্টরের সঙ্গে দ্রুতগামী একটি কন্টেনার ট্রাকের সংঘর্ষে প্রাণহানি ঘটেছে ৮ জনের। গুরুতর আহত হয়েছেন অনেকে।
দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ আগস্ট) ভোররাতে দেশটির উত্তরপ্রদেশের বুলন্দশহরের ঘাটাল গ্রাম সংলগ্ন এলাকায়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি সবার অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই সময় একটি ট্রাক্টরে প্রায় ৬০ থেকে ৬১ জন ভক্ত ছিলেন। তারা কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি মেলায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগামী একটি কন্টেনার ট্রাক ট্রাক্টরটিকে ধাক্কা দিলে এটি উল্টে যায়।
এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান আটজন, যাদের মধ্যে একজন শিশু ও দুই নারী রয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৪৫ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। বাকি আহতরা বর্তমানে স্থিতিশীল আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
বুলন্দশহরের এসএসপি দীনেশ কুমার সিং বলেন, ‘আলিগড় সীমান্তে মর্মান্তিক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৩ জন ছাড়া বাকি সবার অবস্থা স্থিতিশীল। কনটেইনার চালককে আটক করা হয়েছে।’
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: