নাশকতা ও ষড়যন্ত্রের অভিযোগ
ইরানী নাগরিকের বিচার শুরু
প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২২ ০০:৩২
আপডেট:
৩ মে ২০২৫ ০১:৩৩

নাশকতায় সহযোগিতা এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তেহরানে বিচার শুরু হয়েছে ইরানী এক নাগরিকের। জামশিদ শারমাহদ নামের ওই নাগরিকের বিরুদ্ধে আমেরিকায় অবস্থান করে ইরানে একাধিক সন্ত্রাসী হামলা ও নাশকতামূলক তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়। এর পাশাপাশি ইরানের ইসলামী বিপ্লব বিরোধী অপারেশনে জড়িত থাকার অভিযোগ আনা হয় জামশিদ শারমাহদ-এর বিরুদ্ধে।
ইরান ভিত্তিক বার্তা সংস্থা ইরনা ও পার্সটুডে জানায়, রোববার ৬ ফেব্রুয়ারি, অভিযুক্ত জামশিদ শারমাহদকে বিচারপতি আবুল কাসেম সালাভাতির আদালতে হাজির করা হয়। আদালতে উপস্থিত ছিলেন সরকারি কৌঁসুলিদের পাশাপাশি তোন্দারের হামলায় নিহতদের পরিবারের সদস্যবৃন্দ এবং অভিযুক্তের আইনজীবীরাও।
২০২০ সালের আগস্ট মাসে জামশিদ শারমাহদকে আটক করার কথা ঘোষণা করে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। আটকের পর শারমাহদ ইরানের শিরাজ নগরীতে ২০০৮ সালে এক ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা চালানোর জন্য বিস্ফোরক সরবরাহের দায় স্বীকার করেন। ওই হামলায় ১৪ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন।
ইতোপূর্বে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক থাকার অভিযোগে আদালতের কাঠগড়ায় দাড়ানো অনেক ইরানী নাগরিককে মৃত্যুদন্ড পেতে হয়েছে। জামশিদ শারমাহদের পরিণতি সেদিকেই যাওয়ার আশংকা অনেকের।
এসএন/জুআসা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: