ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারের পদায়ন
প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪ ১৯:১৩
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৮:৩৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
আদেশে বলা হয়, নিম্ববর্ণিত কর্মকর্তাগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে উল্লিখিত স্থানে বদলি/পদায়ন করা হলো।
পদায়নকৃত কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজিব গাইন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের আপারেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার আমানউল্লাহ।
রাজিব গাইনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এবং আমানউল্লাহকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে বলা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: