বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার ভিসা আরো সহজ করার অনুরোধ
প্রকাশিত:
৬ মে ২০২৫ ১১:১২
আপডেট:
৬ মে ২০২৫ ১৫:০৭

আগামীতে কানাডার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে সংলাপ করতে চায় বাংলাদেশ। একইসঙ্গে কানাডাকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরো সহজ করার অনুরোধ করা হয়েছে।
ঢাকা সফররত কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিলের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল সোমবার (৫ মে) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে পররাষ্ট্রসচিব এ বিষয়গুলো উত্থাপন করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বছর ব্যবধানে পল থোপিলের ঢাকা সফর বাংলাদেশের সঙ্গে কানাডার ক্রমবর্ধমান সম্পৃক্ততার বিষয়টি পুনর্ব্যক্ত করে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতার মতো বিস্তৃত দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
সরকারের বহুমুখী অর্থনৈতিক সংস্কারের কথা তুলে ধরে পররাষ্ট্রসচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অবকাঠামো, ওষুধ, প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানির মতো সম্ভাব্য খাতে কানাডিয়ান বিনিয়োগকে উৎসাহিত করেন। সরকারের চলমান সংস্কারের প্রশংসা করে পল বাংলাদেশে কানাডিয়ান কোম্পানিগুলোর আগ্রহ প্রকাশ করেন।
উভয়পক্ষ ৩ বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের স্থিতিশীল প্রবৃদ্ধিকে স্বাগত জানায়। পররাষ্ট্রসচিব বাংলাদেশি রপ্তানির জন্য কানাডার শুল্কমুক্ত, কোটামুক্ত (ডিএফকিউএফ) বাজারে প্রবেশাধিকারের প্রশংসা করেন এবং একটি বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও প্রচার চুক্তি (এফআইপিএ) নিয়ে চলমান প্রযুক্তিগত আলোচনা এবং অদূর ভবিষ্যতে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে সংলাপ শুরু করার সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। একই কথা উল্লেখ করে পল বলেন, কানাডিয়ান বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধিতে বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও প্রচার চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পররাষ্ট্র সচিব শিক্ষা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের সুবিধার্থে শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি রোহিঙ্গাদের জন্য কানাডার মানবিক সহায়তার প্রশংসা করেন এবং মিয়ানমারে তাদের টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহায়তা একত্রিত করার আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশে কানাডার হাইকমিশনার অজিত সিং উপস্থিত ছিলেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: