শনিবার, ১৬ই আগস্ট ২০২৫, ১লা ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


রাজধানীতে পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৫ ১৯:২৫

আপডেট:
১৬ আগস্ট ২০২৫ ২২:৫৩

ছবি ‍সংগৃহিত

রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- ফরিদুল (৪০), রাব্বি (১৭) এবং লিটন (৩৫)। তাদের গ্রামের বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে।

এছাড়া আরও একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) দুপুর একটা থেকে দেড়টার মধ্যে এই তিনজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।

তিনি বলেন, জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর আসে ওই আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাঙ্কে চারজন নামার পরে আর কেউ বের হননি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ট্যাঙ্কের ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় আছেন।

তিনি আরও বলেন, নিহতরা নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য তারা সেখানে নেমেছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top