রিটার্ন দাখিল সহজ করতে অ্যাপ চালু করবে এনবিআর: চেয়ারম্যান
প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৫ ১৮:০৮
আপডেট:
২১ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৯
আগামী বছর রিটার্ন দাখিলকে আরও সহজ করতে অ্যাপ চালুর ঘোষণা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
আগামী বছর রিটার্ন দাখিলকে আরও সহজ করতে অ্যাপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, আয়কর ডিজিটাইজ হওয়াতে আগের মতো এখন ঝামেলা বা ঝুঁকি আর থাকছে না।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আয়কর রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, রিটার্ন দাখিল ব্যবস্থাকে স্বচ্ছ ও সহজ করতে আগামী বছর থেকে করদাতাদের ব্যাংকিং তথ্য যুক্ত করা হবে। এতে করদাতাদের তথ্য সুরক্ষিত থাকবে। এছাড়া সামনে অ্যাপের মাধ্যমে রিটার্ন দাখিল নিয়ে কাজ চলছে বলে জানান তিনি।
রাজস্ব আয়ে তথ্যের কারচুপি বড় বাধা উল্লেখ করে তিনি আরও বলেন, আয়কর ও ভ্যাট আদায় পুরোপুরি অনলাইনে হলে আদায় ও অডিট প্রক্রিয়া দুটোই সহজ ও স্বচ্ছ হবে। অনলাইনে রিটার্ন জমা দেওয়া হলে সরকারের আয় বাড়বে।
আব্দুর রহমান খান বলেন, চলতি ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত অনলাইনে রিটার্নের আবেদন করেছে ৪২ লাখ। এর মধ্যে ২৬ লাখ রিটার্ন দাখিল হয়েছে এখন পর্যন্ত।
৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, এখনও রিটার্ন দাখিল অনেক বাকী। এছাড়া প্রতিদিন ১৫ লাখের মতো আবেদন জমা হচ্ছে।
তিনি তার বক্তব্যের শুরুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি বলেন, আপনারা নিজেদের ট্যাক্স প্রদানে বুথ উদ্বোধন করার উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ। আয়কর ডিজিটাইজ হওয়াতে নির্ভরতার সঙ্গে ট্যাক্স দিতে পারবে সকল নাগরিক। এখনে অটোমেটিক পদ্ধতিতে হওয়াতে হিসাবে ভুল হওয়ার সম্ভাবনা নেই।
‘কেউ কেউ মনে করছেন, এতে অন্য কেউ তথ্য দেখে ফেলে কি-না। মূলত এটা কেউ দেখার সুযোগ থাকবে না। শুধু কোনো অভিযোগের ভিত্তিতে গোয়েন্দারা তদন্ত সাপেক্ষে দেখতে পারবেন।’
তিনি বলেন, এই দেশ আপনাদের সবার। এটি একটি পরিবারের মতো। এর খরচের জন্যে সবাইকে ট্যাক্স দিতে হবে। দেশ গড়ার জন্যে আমাদের আবদার রাখতে হবে।
ডিআরইউ সভাপতি আবু সাহেহ আকন বলেন, সাংবাদিকরা দেশপ্রেমিক। আমরা ট্যাক্স প্রদান করতে চাই। আগে এক ধরণের ভয় ছিলো। তবে এখন ভয় কমে যাবে। এনবিআরের ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এখন সহজেই প্রদান করতে পারবে সবাই।
ডিআরইউ'র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনা স্বাগত বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মেজ মোহাম্মদ সোহেল। এছাড়া ডিআরইউ'র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: