বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ ইসলামী আন্দোলনের মহাসমাবেশ


প্রকাশিত:
২৮ জুন ২০২৫ ১০:৪৭

আপডেট:
৬ আগস্ট ২০২৫ ১২:৫৯

ছবি সংগৃহীত

সংস্কার, বিচার এবং প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আজ শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে, যেখানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। দুপুর ২টা থেকে শুরু হবে সমাবেশের মূল পর্ব। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মহাসমাবেশ সফল করতে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শুক্রবার মাঠ পরিদর্শন করেন। তিনি জানান, সারা দেশ থেকে কয়েক হাজার বাস, লঞ্চ ও ট্রেনযোগে লাখো জনতা সমাবেশে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।

দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন,

"এই মহাসমাবেশ থেকে আগামীর রাজনীতিতে একটি নতুন বার্তা যাবে।"

তিনি আরও জানান, মহাসমাবেশে ফ্যাসিবাদবিরোধী ও পিআর পদ্ধতির পক্ষে একমত রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বিশেষ করে চলমান রাজনৈতিক অচলাবস্থা ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রশ্নে এই মহাসমাবেশকে গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top