মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


জাতীয় দলে ফিরেই সৌম্যের ‘ডাক’


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৩ ১০:৪৯

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ১৬:৪১

ছবি-সংগৃহীত

ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। তবে দুই দলের এই ম্যাচে আজ ঘুরেফিরে এসেছে বৃষ্টি। বেশ কয়েকবার বৃষ্টির পর ম্যাচের দৈর্ঘ কমিয়ে আনা হয় ত্রিশ ওভারে। পরে অধিনায়ক টম ল্যাথামের ৯২ এবং উইল ইয়াংয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে কিউইরা গড়ে ৭ উইকেটে ২৩৯ রানের সংগ্রহ। এদিকে বৃষ্টি আইনে জিততে হলে টাইগারদের করতে হবে ২৪৫ রান। এ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ডাক মেরে সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার।

ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে ছিলেন সৌম্য। তবে সেখানে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। বিশ্বকাপের পর আরও একবার তিনি সুযোগ পেয়েছেন জাতীয় দলে। তবে আরও একবার নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হলেন এই টাইগার ব্যাটার।

২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অ্যাডাম মিলনের করা প্রথম ওভারের চতুর্থ বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানেই সাজঘরে ফিরেছেন সৌম্য। টাইগারদের হয়ে এখন ক্রিজে আছেন আরেক ওপেনার এনামুল হক বিজয় এবং অধিনায়ক শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৭ রান।


সম্পর্কিত বিষয়:

বাংলাদেশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top