শুক্রবার, ৮ই আগস্ট ২০২৫, ২৪শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


মাঠে ফিরেই ৭ উইকেট শামির, ফিরছেন জাতীয় দলে!


প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৪ ১৮:৪৪

আপডেট:
৮ আগস্ট ২০২৫ ২৩:৩৯

ফাইল ছবি

প্রায় এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। অনেকদিন ধরে তাকে ফিট বলা হলেও, মাঠে নামা হচ্ছিল না। এমনকি সেই কারণে জাতীয় দলের হয়ে একের পর এক সিরিজও হাতছাড়া করছিলেন শামি। তার ফিটনেস পরীক্ষা করার জন্য মূলত রঞ্জি ট্রফির একটি ম্যাচে তাকে দেখতে চাইলো ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর তাতেই সফল এই ডানহাতি পেসার! যা তার জাতীয় দলের দুয়ার খুলে দিচ্ছে বলে জোর গুঞ্জন!

রঞ্জিতে বেঙ্গল টিমের হয়ে মধ্য প্রদেশের বিপক্ষে ইন্দোরে সাদা পোশাকে খেলতে নেমে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট শিকার করেছেন শামি। যেখানে তার দল মধ্যপ্রদেশকে ১১ রানে হারিয়েছে। এটি ছিল সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর (৩৫৯ দিন) শামির প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ। প্রথম ইনিংসে তার ৪ শিকারে ৬১ রানের লিড পায় বেঙ্গল, দ্বিতীয় ইনিংস শেষে তাদের পুঁজি দাঁড়ায় ৩৩৭ রানের।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ প্রায় জয় তুলেও নিচ্ছিল। তবে শামিদের বিপক্ষে ৩২৬ রান করে তাদের দৌড় থামে ১১ রানের দূরত্বে। এই ইনিংসেও ৩ উইকেট নেন জাতীয় দলের এই তারকা পেসার। দীর্ঘ সময় পর মাঠে ফিরে শামির এমন পারফরম্যান্সই আশা করেছিল ভারতীয়রা। যা তাকে অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফিতে জায়গা করে দেবে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

শামি বর্তমানে অজিদের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াডে নেই। তবে তার শৈশবের কোচ মোহাম্মেদ বদরুদ্দিনের আশা– শিগগিররই ভারতের আসন্ন সিরিজে ডাক পাবেন শামি। তিনি বলছেন, ‘এডিলেইড (দ্বিতীয়) টেস্টের পর সে ভারতীয় দলে যোগ দেবে। সে মাঠে ফিরে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছে, উইকেট নিয়েছে এবং ভারতের এই সফরের দ্বিতীয়াংশে দারুণ কিছু করবে।’

প্রসঙ্গত, আগামী ২২ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাস্কার ট্রফি। এরপর ৬ ডিসেম্বর এডিলেইড, ১৪ ডিসেম্বর ব্রিসবেন, ২৬ ডিসেম্বর মেলবোর্ন এবং ৩ জানুয়ারি সিডনি টেস্ট দিয়ে এই ম্যারাথন সিরিজ শেষ হবে। এই সিরিজকে কেন্দ্র করে দুই দলের কথা চালাচালি চলছে অনেকদিন ধরে। সেই রোমাঞ্চ মাঠের লড়াইয়ে কতটুকু থাকে সেটাই এবার দেখার অপেক্ষা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top