শুক্রবার, ৮ই আগস্ট ২০২৫, ২৪শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


ফাইনালে ৬২ রানেই শেষ ঢাকা মেট্রো


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৪ ১৪:২৪

আপডেট:
৮ আগস্ট ২০২৫ ২০:০১

ফাইল ছবি

এনসিএল টি-টোয়েন্টি আভাস দিয়েছিল দারুণ কিছুর। প্রথম দিকে রানের ফোয়ারা ছুটেছিল সিলেটের স্টেডিয়ামগুলোতে। এসেছে দুটো সেঞ্চুরিও। কিন্তু শেষদিকে এসে লো-স্কোরিং ম্যাচ দেখতে হয়েছে ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতাকে। ফাইনালে এসে চিত্রটা হয়েছে আরও করুণ। রংপুরের বোলিং তোপে ফাইনালে মাত্র ৬২ রানেই থেমেছে ঢাকা মেট্রো।

নাইম শেখ, শামসুর রহমান শুভ, মোসাদ্দেক হোসেন সৈকত কিংবা ইমরানুজ্জামানের মতো ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত সব নাম ব্যর্থ হয়েছেন ফাইনালের বড় মঞ্চে এসে। মুকিদুল ইসলাম মুগ্ধ একাই ধসিয়ে দিয়েছেন ঢাকা মেট্রোর ব্যাটিং লাইনআপ। ইমরান, আনিসুল ইসলাম এবং আমিনুল ইসলাম বিপ্লবকে ফিরিয়েছেন ম্যাচের ৩ ওভারের আগেই।

সঙ্গে ছিলেন আলাউদ্দিন বাবু। দুইজনের সম্মিলিত বোলিং তোপে ১৬ রানেই ৫ উইকেট হারায় ঢাকা মেট্রো। নাইম এবং ইমরান দলীয় ১০ রান পেরুবার আগেই ফিরে গেলে বিপর্যয় বাড়ে ঢাকা মেট্রোর। এরপর কিছুটা প্রতিরোধ করেন শামসুর রহমান শুভ। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার, করেছেন ১৪ রান। দলীয় ৩৩ রানে রিজওয়ানের শিকার হয়ে ফেরেন তিনি।

এরপর ঢাকার হয়ে দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন কেবল আবু হায়দার রনি। ৯ বলে ১৩ রান তার। মোসাদ্দেক হোসেন সৈকত ফেরেন মোটে ৬ রান করে। শেষ পর্যন্ত রনির ইনিংসে ভর করে পঞ্চাশ পার হয় ঢাকা। ইনিংসটা থেমেছে ৬২ রানে গিয়ে।

রংপুরের হয়ে ৩ টি করে উইকেট পেয়েছেন আলাউদ্দিন বাবু এবং মুকিদুল মুগ্ধ। দুজনেই খরচ করেছেন ১২ রান। একটি করে উইকেট রবিউল হক, চৌধুরী রিজওান এবং আরিফ আহমেদের। আবু হায়দার রনি হয়েছেন রানআউট।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top