বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


চুক্তি শেষ জ্যোতিদের প্রধান কোচের, নতুন সিদ্ধান্তের অপেক্ষা


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৬

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ০৪:০৩

ছবি সংগৃহীত

তার অধীনেই বাংলাদেশ নারী দল পৌঁছে গিয়েছে অন্য এক মাত্রায়। নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন কিংবা নাহিদা আক্তারদের নামগুলো বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে একেবারেই আপন করে তোলার অন্যতম কারিগর তিনিই। হাসান তিলকারত্নে বিগত আড়াই বছর ধরে নারীদলের ড্রেসিংরুমে ছিলেন হেডমাস্টার হয়ে।

তবে বরাবরের মতোই আলোচনা থেকে কিছুটা দূরেই আছেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশ নারী দলের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও তা নিয়ে নেই বড় কোনো আলোচনা। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ নারী দলের সফরের পরপরই শেষ হয়েছে হাসান তিলকারাত্নে অধ্যায়।

২০২২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের পর বাংলাদেশ নারী দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। পরের আড়াই বছরে এনে দিয়েছেন উল্লেখ্যযোগ্য সাফল্য। চুক্তি শেষ হলেও ক্যারিবিয়ান সফর শেষে পুরো দলের সঙ্গেই ঢাকায় ফিরেছেন হাশান তিলকরত্নে। ৮ ফেব্রুয়ারি উড়াল দেবেন শ্রীলঙ্কার উদ্দেশে।

কিন্তু লঙ্কান এই কোচের সঙ্গে কি নতুন চুক্তিতে যাবে বাংলাদেশ? সেটাই এখন প্রশ্ন। জবাবে সাবেক টাইগার অধিনায়ক জানান, এখন পর্যন্ত চুক্তি নবায়ন নিয়ে কোনো আলোচনা হয়নি। আগামী সপ্তাহে জানা যাবে বিস্তারিত।

১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী হাসান তিলকরত্নে শ্রীলঙ্কার হয়ে ৮৩ টেস্ট খেলেছেন। ৪২.৮৭ গড়ে ৪৫৪৫ রান করেছেন তিনি। ১১টি সেঞ্চুরি ও ২০টি ফিফটি তার নামের পাশে। দেশের হয়ে ২০০ ওয়ানডে খেলে ২৯.৬০ গড়ে ৩৭৮৯ রান করেছেন হাসান। ২টি সেঞ্চুরি ও ১৩টি ফিফটির মালিক তিনি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top