মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পুরস্কার দিতে পারে বৃষ্টি


প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৭

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ২২:৪৭

ছবি সংগৃহীত

শিরোপা জেতার কথা বলে যাওয়া বাংলাদেশ টানা দুই হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে। বিদায় নিশ্চিত হয়েছে দুই ম্যাচ হারা স্বাগতিক পাকিস্তানেরও। আগামীকাল ২৭ ফেব্রুয়ারির নিয়মরক্ষার ম্যাচ এই দুই দলের। বাংলাদেশ-পাকিস্তানের আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও দুই দলই শেষটা জিতে বাড়ি ফিরতে চাইবে। এমন ম্যাচে বেরসিক বৃষ্টিতে পণ্ড হতে দুই দলের লড়াই। দেশটির আবহাওয়ার পূর্বাভাস বলছে সেই কথাই।

রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হওয়ার কথা চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম এই ম্যাচটি। অ্যাকুওয়েদার বলছে, এদিন সেখানে বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ ৭৫ শতাংশ। আর বিবিসি ওয়েদার অনুযায়ী, ম্যাচ শুরুর সময় সেখানে বৃষ্টির সম্ভাবনা ৬৪ শতাংশ, পরে যা রেড়ে হতে পারে ৭০ শতাংশ পর্যন্ত।

এই মাঠেই মঙ্গলবার অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে টসও হতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবারই প্রথম পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। এছাড়া পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সব মিলিয়ে পূর্বে বাংলাদেশ ১২ ওয়ানডে খেলেছে। জিততে পারেনি একটিতেও। এবার ওই রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে নামবেন নাজমুল শান্তরা।

পাকিস্তানও জয়ের জন্য মরিয়া থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক তারা। অথচ ঘরের মাঠে এক ম্যাচ হাতে রেখে বিদায় হয়ে গেছে পাকিস্তান। দর্শক হয়ে দেখতে হবে আসরের বাকি ম্যাচ। এমনিতেই পাকিস্তান ক্রিকেটে ‘ছি ছি’ গড়ে গেছে। তারওপর কোন ম্যাচেই না জিতলে সমালোচনার তীরে বিদ্ধ হবেন রিজওয়ান-বাবররা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top