মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


১৪ বছরের বৈভব সূর্যবংশীর ব্যাটিং বিস্ময়: ভাঙলেন যত রেকর্ড


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৫ ১১:৪১

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ১৬:০৮

ছবি সংগৃহীত

আইপিএলের মঞ্চে যেন রূপকথার জন্ম দিলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে গড়লেন এমন এক ইনিংস, যা ক্রিকেট ইতিহাসে রেকর্ড বইয়ে তোলপাড় করে দিয়েছে। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে মাত্র ৩৫ বলে শতক হাঁকিয়ে হয়ে গেলেন টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। সঙ্গে করলেন আরও এক ঐতিহাসিক কীর্তি আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান।

আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিলের রেকর্ড ভাঙেন তিনি। ২০২২ সালে কাবুল ঈগলসের বিপক্ষে বুস্ট ডিফেন্ডার্সের হয়ে স্পাগিজা রিগে ১৫ বছর ৩৬০ দিন বয়সে ওই কীর্তি গড়েন আফগান তরুণ।

এছাড়া সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে আইপিএলে ১৭ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছেন বৈভব। ২০১৯ সালে ১৭ বছর ও ১৭৫ দিন বয়সী রিয়ান পরাগের রেকর্ড ভেঙেছেন তিনি।

গুজরাটের দেওয়া ২১০ রানের লক্ষ্যে নেমে চলতি আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন বৈভব। ওখানেই থামেননি। ১১তম ওভারে রশিদ খানকে ছক্কা মেরে টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন তিনি। ২০১৩ সালে মুম্বাইয়ের বিপক্ষে মহারাষ্ট্রের বিপক্ষে ১৮ বছর ১১৮ দিন বয়সী বিজয় জোলের রেকর্ড ভাঙলেন বৈভব।

এছাড়া বৈভব করেন আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ৩৫ বলে সাত চার ও ১১ ছয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। তার চেয়ে পাঁচটি বল কম খেলে প্রতিযোগিতার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দখলে রেখেছেন ক্রিস গেইল। ২০১৩ সালে বেঙ্গালুরুর হয়ে ৩০ বলে শতক হাঁকান ওয়েস্ট ইন্ডিয়ান তারকা।

প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হওয়ার আগে ৩৮ বলে ৭ চার ও ১১ ছয়ে তিনি ১০১ রান করে বোল্ড হন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে তিনি ৭১ বলে ১৬৬ রানের জুটি গড়ে ফিরে যান।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top