বুধবার, ২১শে মে ২০২৫, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২

Shomoy News

Sopno


সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ


প্রকাশিত:
২১ মে ২০২৫ ১০:৫২

আপডেট:
২১ মে ২০২৫ ১৫:৩৭

ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল হেরেছিল ২ উইকেটে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ ইতোমধ্যে সমতায় রয়েছে। যে কারণে সিরিজের বাড়তি যোগ ম্যাচটিই হয়ে উঠেছে আকস্মিক অলিখিত ফাইনাল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত নয়টায়।

সিরিজ বাঁচাতে লিটন দাসের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। নতুন অধিনায়ক হিসেবে এটিই তার প্রথম সিরিজ। স্বাভাবিকভাবেই এই সিরিজটা হারাতে চাইবেন না তিনি। তবে অতীত ইতিহাসটা লিটন কিংবা বাংলাদেশ কাউকেই সঙ্গ দিচ্ছে না এই ম্যাচের আগে।

পেছনের দিকে ফিরে তাকালে দেখা যায় গেল ৭ বছরে কেবল দুইবারই সিরিজ নির্ধারণী ম্যাচ জিতে ফিরেছে বাংলাদেশ। ৬ বছর ৯ মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতে ফিরেছিল বাংলাদেশ। আর শেষবার বাংলাদেশ টি-টোয়েন্টিতে সিরিজ নির্ধারণী ম্যাচ জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। সেটা ২০২১ সালের ২৫ জুলাই।

দ্রুততম সেঞ্চুরির প্রতিক্রিয়ায় যা বললেন পারভেজ ইমন

এরপর থেকে পরের প্রায় ৩ বছর ৯ মাসে একাধিকবার সিরিজ নির্ধারণী ম্যাচের মুখোমুখি হলেও কখনোই জিতে ফেরা হয়নি টাইগারদের। তবে আরব আমিরাতের বিপক্ষে এমন ভুল করতে চায় না ফিল সিমন্সের শিষ্যরা।

আর সেই তাড়না থেকেই সিরিজের এই ম্যাচে আসতে পারে একাধিক রদবদল। আগের ম্যাচে পায়ের সমস্যায় থাকা পারভেজ হোসেন ইমন এদিন থাকতে পারেন একাদশে। এছাড়া হাসান মাহমুদের ফেরার সম্ভবনা রয়েছে। বরাবরের মতোই তিন পেসার এবং ২ স্পিনার নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। দলের একমাত্র অলরাউন্ডার হিসেবে থাকছেন শামীম পাটোয়ারি।

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হ্রদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top