মাদুশঙ্কাকে শুরুতেই ফেরালেন সাকিব
প্রকাশিত:
৮ জুলাই ২০২৫ ১৬:০২
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২২:০৯

দারুণ শুরুর আভাস দিচ্ছিলেন দুই শ্রীলংকান ব্যাটার। সফল হননি। তানজিম হাসান সাকিবের দ্রুতগতির বল বুঝে উঠতে পারেননি নিশান মাদুশঙ্কা। ফিরেছেন ১ রান করে।
পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ১৩ রানেই প্রথম উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১ উইকেটে ২১ রান। ব্যাটিংয়ে পাথুম নিশাঙ্কাকে (১১) সঙ্গ দিচ্ছেন কুশল মেন্ডিস।
টাইগারদের হয়ে এদিন দারুণ বোলিংয়ে শুরু করেন তাসকিন আহমেদ। অপর পাশ থেকে আক্রমণ চালান সাকিব। আজ তিন পেসার নিয়ে নেমেছে মিরাজ ব্রিগেড। সিরিজের দ্বিতীয় ওয়ানডে থেকে দলে আছে একটি পরিবর্তন।
ট্রফি ভাগাভাগির ম্যাচে টসভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। টস হেরে ফিল্ডিংয়ে নামে টাইগাররা। তাসকিন আসেন হাসান মাহমুদের বদলি। লঙ্কানরা সবশেষ ম্যাচ থেকে কোনো বদল আনেনি।
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: