পাকিস্তানকে হারিয়ে লিজেন্ডস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল দ. আফ্রিকা
প্রকাশিত:
৩ আগস্ট ২০২৫ ১০:৩০
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৯:৩৮

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ক্রিকেটের মেগা ফাইনালে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যান অব দ্য ফাইনালের সঙ্গে টুর্নামেন্ট সেরা হয়েছেন এবি ডি ভিলিয়ার্স।
শনিবার (২ আগস্ট) এজবাস্টনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৯৫ রানের সংগ্রহ পায় তারা। জবাবে, ১৯ বল হাতে রেখে ৯ উইকেটে জয়ের বন্দরে নোঙর করে দ. আফ্রিকা।
মূলত, এবি ডি ভিলিয়ার্সের ৪৭ বলে করা সেঞ্চুরির ওপর ভর করেই শিরোপা জেতার স্বাদ পায় দক্ষিণ আফ্রিকা। ৬০ বলে ১২০ রানে অপরাজিত থাকেন তিনি। ১২টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কা মারেন এ বিধ্বংসী ব্যাটার। ডি ভিলিয়ার্সের মতই এদিন জ্বলে উঠেছেন জেপি ডুমিনি। ২৮ বলে খেলেন অপরাজিত ৫০ রানের ইনিংস। ৪টি বাউন্ডারির সঙ্গে তার ব্যাট থেকে আসে ২টি ছক্কা।
এর আগে, পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন শারজিল খান। ৯ চার ও ৪ ছক্কায় ৪৪ বলে ৭৬ রান করেন। বাকিদের মধ্যে ওমর আমিন ১৯ বলে ৩৬ এবং আসিফ ১৫ বলে ২৮ রান করেন। শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে আসে যথাক্রমে ২০ ও ১৭ রান।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: