ওয়েস্ট ইন্ডিজকে ডুবিয়ে সিরিজ পাকিস্তানের
প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ১২:৩০
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৫:০৪

২৪ ঘণ্টাও টিকল না ক্যারিবিয়ানদের সুখ। ফ্লোরিডার লড়ারহিলে আগের দিন ভাঙে টানা ৯ হারের বৃত্ত। এক ম্যাচ পরেই আবার হার। সোমবার পাকিস্তানের কাছে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে ১৩ রানে হেরেছে স্বাগতিকরা। তাতেই তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজের করেছে সালমান আলী আগার দল।
লডারহিলে রোববার জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশাও তৈরি হয়েছিল। তবে এবার পারেনি। পাকিস্তানের দেওয়া ১৮৯ রানের জবাবে ১৭৬ রানে থামে ক্যারিবিয়ানরা।
সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তান বড় পুঁজি জোগাড় করেছে দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের দুর্দান্ত ব্যাটিংয়ে। ওপেনিংয়ে ১৩৮ রানের জুটিতে ৫৩ বলে ৭৪ রান করে ফারহান। আইয়ুব ফেরেন ৪৯ বলে ৬৬ রান করে। শেষদিকে খুশদিল শাহ ১১ ও ফাহিম আশরাফ ১০ রানে অপরাজিত থাকেন।
বড় রানের লক্ষ্যে উইন্ডিজের হয়ে ৬০ রান করেন অ্যালিক অ্যাথানেজে। শেরফান রাদারফোর্ড ৩৫ বলে ৫১, ওপেনার জুয়েল অ্যান্ড্রু ১৫ বলে ২৪ রান করেন। বাকিদের কেউ রানের দেখা না পেলে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
বাংলাদেশের কাছে সিরিজ হেরে যাওয়া পাকিস্তান ক্যারিবিয় দ্বীপে প্রথম ম্যাচ জেতে ১৪ রানে। দ্বিতীয়টিতে হারে ২ উইকেটে। সবশেষটিতে আসে ১৩ রানের জয়। সিরিজ নির্ধারণী ম্যাচে ৫৩ বলে ৭৪ রান করে সেরা হন ফারহান। সিরিজসেরার হয়েছেন মোহাম্মদ নওয়াজ। ৮ আগস্ট ত্রিনিদাদে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। ১০ ও ১২ আগস্ট একই মাঠে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: