ব্রাজিল সমর্থকদের সুখবর দিলেন নেইমার
প্রকাশিত:
৬ আগস্ট ২০২৫ ১১:৩৯
আপডেট:
৬ আগস্ট ২০২৫ ১৩:৫৭

দীর্ঘ সময় পর পুরোনো ছন্দে ফিরেছেন নেইমার জুনিয়র। জুভেন্তুদের বিপক্ষে দুর্দান্ত খেলে সান্তোসের হয়ে জোড়া গোল করেছেন তিনি। ম্যাচে তার দল ৩-১ গোলে জয় পায়।
চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। আল-হিলাল ছেড়ে ফেব্রুয়ারিতে ফিরেছিলেন শৈশবের ক্লাব সান্তোসে। তবে শুরুতে ফর্মে ছিলেন না। অবশেষে জ্বলে উঠলেন তিনি। সব মিলিয়ে এবার সান্তোসের হয়ে ১৭ ম্যাচে করেছেন ৬ গোল।
এখন সামনে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ। সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। বাংলাদেশ সময় ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরই মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল, তবে দল নির্বাচন নিয়ে জল্পনা-কল্পনার কেন্দ্রে এখন নেইমার।
ব্রাজিল দলে ফেরার আশা ব্যক্ত করে নেইমার বলেন,“আমার স্টাইল সবাই জানে। আমি একজন অ্যাথলেট। এখন ভালো বোধ করছি এবং নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করছি। সিদ্ধান্ত এখন কোচদের হাতে।”
এর আগে গত জুনে তাকে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে রাখা হয়নি। তখন জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন, নেইমারকে বিশ্বকাপে প্রস্তুত দেখতে চান তিনি।
জাতীয় দলে ফেরার পাশাপাশি ক্লাবের অবস্থান নিয়েও ভাবছেন নেইমার। বর্তমানে সান্তোস রয়েছে টেবিলের ১৫তম স্থানে, রেলিগেশন অঞ্চলের একেবারে ধারে। তিনি বলেন,“আমাদের এখন থেকেই উন্নতি করতে হবে।”
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: