বিসিবির নির্বাচনে লড়বেন না মাহবুবুল আনাম
প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ১১:৪৬
আপডেট:
২১ আগস্ট ২০২৫ ১৪:৫৩

দীর্ঘকাল ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত মাহবুবুল আনাম। মোহামেডানের সাবেক এই ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের সঙ্গে আছেন দুই যুগেরও বেশি সময় ধরে। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদেও পরিচালক তিনি, আছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পদে। আসন্ন বিসিবি নির্বাচনেও তিনি সভাপতি পদে লড়বেন, এমনটাই শোনা যাচ্ছিল। তবে নির্বাচন থেকে সরে দাড়াচ্ছেন তিনি।
দেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, বিসিবির আসন্ন নিরবাচনে লড়বেন না তিনি। এমনকি তিনি বিসিবির কাউন্সিলরও হবেন না, এমনটাই শোনা যাচ্ছে।
আসন্ন বিসিবি নির্বাচনে সভাপতি পদে লড়তে পারেন যারা, তাদের মধ্যে অন্যতম ছিল মাহবুবুল আনামের নাম। ১৯৮৫ সালে ক্রিকেট ক্যারিয়ার ছাড়ার পর থেকেই সংগঠকের ভূমিকায় আছেন তিনি। ১৯৮৬ সালে মোহামেডানের প্রতিনিধি হিসেবে সিসিডিএম সদস্য হন। ২০০১ সালে তৎকালীন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিবি) কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। এভাবেই প্রথম জাতীয় পর্যায়ের ক্রিকেট ব্যবস্থাপনায় যুক্ত হন।
এদিকে জানা গেছে, সম্প্রতি তাঁকে নিয়ে হওয়া নানা রকম নেতিবাচক আলোচনার কারণেই বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে বিসিবির সব বোর্ডেই গুরুত্বপুর্ণ দায়িত্বে ছিলেন তিনি।
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: