মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়লেন ভিনিও


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ১০:৪০

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৯:২১

ছবি সংগৃহীত

সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে পর্বের নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। এ জন্য গতকাল রাতে ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। চোট পাওয়ায় দলে জায়গা হয়নি নেইমারের। ভিনিসিয়াস ও রদ্রিগোকেও দলে রাখা হয়নি। এদিকে কোচ আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার লুকাস পাকেতা।

ব্রাজিল কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে দুবার স্কোয়াড ঘোষণা করলেন আনচেলত্তি। তবে চোটর কারণে একবারও জায়গা হলো না নেইমারের।

গত বৃহস্পতিবার সান্তোসের অনুশীলনের সময় ঊরুতে ব্যথা অনুভব করেন নেইমার। হাঁটতেও সমস্যা হচ্ছিল। পরে পরীক্ষা করলে তার মাংসপেশিতে চোট ধরা পড়ে এবং ব্যাপারটি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) সান্তোসের পক্ষ থেকে জানানো হয়।

নেইমারের চোট নিয়ে আনচেলত্তি বলেন, ‘‘গত সপ্তাহে নেইমার ছোটখাটো চোটে পড়ে। বাছাইপর্বে আমরা শেষ দুটি ম্যাচ খেলব এবং এই ম্যাচগুলো ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে। তাই আমাদের সেরা অবস্থায় থাকা খেলোয়াড়ের প্রয়োজন, যারা সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারবে। আমাদের নেইমারকে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কে এবং কী করতে পারে। তাকে জাতীয় দলকে যেভাবে সাহায্য করতে দেখে এসেছি আমরা, সে জন্য আমাদের তাকে সেরা অবস্থায় পেতে হবে।”

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) গত জুলাইয়ে পাকেতার ওপর থেকে ম্যাচ পাতানোর অভিযোগ তুলে নেওয়ার পর এই প্রথম ব্রাজিল দলে ডাক পেলেন পাকেতা।

২০২৬ বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছে ব্রাজিল। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। গত জুনে বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় চিলির বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ হন ব্রাজিলের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র।

নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে সে ম্যাচে বাঁ হাঁটুর এসিএলে চোট পান ব্রাজিলের এই উইঙ্গার। এরপর একাধিকবার চোটের কারণে ফিটনেসের সমস্যায় জাতীয় দলে ডাক পেয়েও নিজেকে প্রত্যাহার করে নেন।

ব্রাজিল স্কোয়াড:

গোলকিপার: আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), হুগো সউজা (করিন্থিয়ান্স)।

ডিফেন্ডার: আলক্সান্দ্রো রিবেইরো (লিল), অ্যালেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), কাইও হেনরিক (মোনাকো), ডগলাস সান্তোস (জেনিত), ফ্যাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ভ্যান্ডারসন (মোনাকো), ওয়েসলি (রোমা)।

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস (চেলসি), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়েলিংটন (নিউক্যাসল), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)।

ফরোয়ার্ড: এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), হোয়াও পেদ্রো (চেলসি), কাইও হোর্হে (ক্রুজেইরো), লুইস হেনরিক (জেনিত), ম্যাথিউস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফিনিয়া (বার্সেলোনা) ও রিচার্লিসন (টটেনহাম)।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top