অবশেষে ঢাকা ছাড়লেন লেমোস
প্রকাশিত:
১২ মে ২০২০ ১৯:২৩
আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ১৮:৪৬

করোনার কারণে প্রথম থেকেই বন্ধ হয়ে গেছে বাংলাদেশের সাথে অন্য দেশের বিমান চলাচল। আর এতেই অনেকদিন ধরেই আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস ‘হোটেলবন্দি’ সময় কাটাচ্ছিলেন। অপেক্ষায় ছিলেন, কবে দক্ষিণ কোরিয়ায় ফিরে নিজের ৯ মাসের মেয়েকে দেখবেন। অবশেষে তার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। সোমবার রাত ৮টা ৪০ মিনিটে চার্টার্ড বিমানে করে ঢাকা ছেড়েছেন আবাহনী কোচ।
বিমানে ওঠার আগে লেমোস বলেন, অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলাম স্ত্রী ও কন্যার কাছে যাওয়ার। কিন্তু করোনার কারণে তা হয়ে ওঠেনি। এখন কোরিয়ার একটি চার্টার্ড বিমানে করে যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে পরিবারের অন্যরা অপেক্ষায় আছে। অবশেষে যেতে পারছি বলে আমি অনেক খুশি।
প্রিমিয়ার লিগ আবার শুরু হবে কি না, এ নিয়ে সংশয় আছে। তবে লেমোস আবারও ঢাকায় কোচিং করাতে চান, ‘লিগ হবে কি না জানি না। তবে করোনা চলে গেলে যদি লিগ মাঠে গড়ায় তবে অবশ্যই আমি আসব।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: