শুক্রবার, ২রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য সম্ভাবনা উজ্জ্বল: সাকিব


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৩

আপডেট:
১২ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৬

ছবি: সংগৃহীত

টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য সম্ভাবনা উজ্জ্বল। বোর্ড সভাপতিকে দেয়া আশ্বাসই প্রকাশ্যে বললেন বাংলাদেশের আইকন সাকিব আল হাসান। নিজের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির অনুষ্ঠানে সাকিব জানিয়েছেন ঘরের মাঠের উইকেট নিয়ে সমালোচনা থাকলেও সামনের এক মাস বিশ্বকাপ প্রস্তুতির জন্য যথেষ্ঠ সময়।

তার ক্রিকেট মেধা নিয়ে প্রশ্ন নেই। বিশ্ব আসরকে ঘিরে তার আলাদা প্রস্তুতির পেছনের উদাহরণও সবার জানা। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচে বিশ্রামে থাকা সাকিব ভরসা দিয়েছেন বোর্ড সভাপতিকে।

সাকিব নিজেও জানালেন তার বিশ্বাসের উৎস।

সবাই যখন উইকেটের সমালোচনায়, তখন জয়ে তুষ্ট সাকিব, সামনের সময়টাকেই বিশ্বকাপ প্রস্তুতির সেরা সুযোগ হিসেবে দেখছেন।

সিরিজ শেষে বায়োবাবলের যন্ত্রনা থেকে মুক্তি মিললেও ক্রিকেট থেকে দূরে থাকতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। ক্রিকেট নিয়ে এত কথা বলেছেন, নিজের নতুন ব্যবসা প্রতিষ্ঠান এলআরজি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সূচনা অনুষ্ঠানে। প্রতিষ্ঠানের উপদেষ্টা পরিষদের তিনের এক তিনি। বাকি দুজনের একজন বাংলাদেশতো বটেই উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।

সোমবারই আইপিএল খেলতে উড়াল দিচ্ছেন আরব আমিরাতে। প্রথমভাগের মত এবারো বিশ্বকাপ প্রস্তুতির পালে তা হাওয়া দেবে বলে বিশ্বাস সাকিবের।

টি টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারি হবার অপেক্ষাটা বিশ্বকাপ পর্যন্ত তুলে রাখতে হচ্ছে সাকিবকে। তবে নিজের রেকর্ড নিয়ে দল নিয়েই বেশি ভাবছেন তিনি। সাকিবকে যে এখন টিমম্যান।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top