সত্যিই কি এয়ারপ্লেন মোডে ফোন দ্রুত চার্জ হয়?
প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ১৭:৩৮
আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ২১:১৯

দিনভর স্মার্টফোনের নেশায় ডুবে থাকা যেন এখন সবারই অভ্যাস। আমেরিকানদের ক্ষেত্রে গড়ে দিনে চার ঘণ্টা ৪২ মিনিট চোখ আটকে থাকে ছোট্ট সেই স্ক্রিনে।
হয়তো মজার কোনো ভিডিও, হয়তো অজস্র স্ক্রলিং। কিন্তু হঠাৎই যখন ব্যাটারির লাল সিগন্যাল ভেসে ওঠে, তখনই শুরু হয় অস্বস্তি। হাতের ফোনটা চার্জারে লাগিয়ে কিছু সময়ের জন্য দূরে সরিয়ে রাখতে হয়, আর চার্জ হতে যে কত সময় লাগে, তা যেন এক অন্তহীন অপেক্ষা।
তবে এই যন্ত্রণা কিছুটা কমানোর উপায় আছে। চার্জ দেওয়ার সময় ফোনকে এয়ারপ্লেন মোডে রাখলেই মিলবে স্বস্তি। কারণ তখন ফোন বারবার সিগন্যাল খোঁজা বা জিপিএস দিয়ে অবস্থান নির্ধারণে চার্জ নষ্ট করবে না। ফলে ব্যাটারি তুলনামূলক দ্রুত ভরবে, আর অপেক্ষার সময়ও কম লাগবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ‘হাও স্টাফ ওয়ার্কস’।
কৌশলটা সত্যিই কিছুটা কাজ করে, তবে কিছু শর্তও আছে যেমনটা উল্লেখ আছে মোবাইল সেবাদাতা ভেরাইজনের এক প্রতিবেদনে। সাধারণ অবস্থায় ফোন চালু থাকলে সেটি অবিরাম সেল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করতে থাকে, আর লোকেশন নির্ধারণের জন্য জিপিএস ব্যবহার করে।
যদিও এখনকার স্মার্টফোনে স্যাটেলাইটের বদলে নেটওয়ার্ক-ভিত্তিক ‘অ্যাসিস্টেড জিপিএস’ ব্যবহার হয়, তবুও এতে ব্যাটারি বেশ দ্রুত ক্ষয় হয়। কারণ অবস্থান নির্ধারণের এই প্রক্রিয়াই ফোনকে স্লিপ মোডে যেতে দেয় না, যেখানে ব্যাটারি সাশ্রয় অনেক বেশি হতো।
কিন্তু যখন ফোনকে এয়ারপ্লেন মোডে নেওয়া হয়, তখন সেই সমস্ত রেডিও সিগন্যাল বন্ধ হয়ে যায়। ফলে ফোন কিছুটা দ্রুত চার্জ হয়। তবে এতে বেশি খুশি হওয়ার কিছু নেই কারণ এই সাশ্রয় খুব একটা বেশি নয়।
প্রযুক্তিবিষয়ক সাইট সি-নেট কয়েক বছর আগে পরীক্ষা চালিয়ে দেখেছিল এয়ারপ্লেন মোডে চার্জ দিলে এক ক্ষেত্রে মাত্র চার মিনিট আরেক ক্ষেত্রে সর্বোচ্চ ১১ মিনিট সময় বাঁচে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: