বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায়

উপকূলীয় অঞ্চলে বিশেষ নজর দেয়ার দাবি


প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২২ ২৩:২৯

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ২১:১০

জলবায়ুর প্রভাব মোকাবেলায় ডিআরইউ চত্তরে আয়োজিত কর্মসূচী

জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীবনযাত্রা দুর্বিসহ হয়ে উঠছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায়। বিশেষ করে লবনাক্ততা বেড়ে যাওয়ায় গাছ-পালা হারিয়ে বিরাণভূমিতে পরিণত হচ্ছে অঞ্চল। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় উপকূলীয় এলাকার জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন বক্তারা। শনিবার ২২ জানুয়ারি, রাজধানীতে সুন্দরবন ও উপকূল রক্ষা আন্দোলন আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এমন দাবি জানান তারা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআরইউ চত্তরে আয়োজিত এ কর্মসূচীতে পরিবেশ বাঁচাও আন্দোলন- পবা’র চেয়ারম্যান আবু নাসের খান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের জেলাগুলোতে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে উঠছে। এমন অবস্থায় ‘মরার উপর খড়ার ঘা’ হিসেবে এসেছে করোনার ভয়াল থাবা। তাই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভুক্তভোগি জনগনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান পবা চেয়ারম্যান। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র বলেন, উপকূলীয় জনগনকে ঘূর্ণিঝড়-জলোচ্ছাসের মত প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দু’টি মেগা প্রকল্প হাতে নিয়েছে বর্তমান সরকার। তবে এখনও সেই প্রকল্পের কাজ শুরু না হওয়ায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। যত শিগগির সম্ভব উপকূলবাসীর জন্য প্রকল্পের কাজ শুরুর দাবি জানান তিনি। এর পাশাপাশি এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় নেয়া অন্যান্য প্রকল্প দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানান নিখিল চন্দ্র ভদ্র।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা উপকূলীয় অঞ্চলে বিশেষ বরাদ্দের দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে যোগ দেন, উন্নয়ন ধারা ট্রাস্টের কর্মকর্তা আমিনুর রসুল, নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি’র সাধারণ সম্পাদক আশীষ কুমার দে, সচেতন সংস্থার কর্মকর্তা সাকিলা পারভীন, উন্নয়ন সংস্থা লিডার্স এর কর্মকর্তা শফিকুল ইসলাম-সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। এ অঞ্চলের উন্নয়নে আলাদা উপকূলীয় বোর্ড গঠনের দাবিও জানান বক্তারা।

এসএন/জুআসা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top