সোমবার, ২৬শে মে ২০২৫, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২

Shomoy News

Sopno


নজরুলকে জানার বিশেষ সময়ে আছি আমরা: ফারুকী


প্রকাশিত:
২৫ মে ২০২৫ ২১:০৪

আপডেট:
২৬ মে ২০২৫ ০২:০০

ছবি সংগৃহীত

পৌঁছেছি,’—বলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তাঁর মতে, জাতীয় কবির সাহিত্য ও চিন্তা বর্তমান সময়ের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

রোববার (২৫ মে) বিকেলে কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় জেলা শিল্পকলা একাডেমির সামনে ‘চেতনায় নজরুল’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার।

ফারুকী বলেন, ‘৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিবেশে এবং গত জুলাই মাসজুড়ে দেশের আন্দোলনে নজরুলের কবিতা, গান ও চেতনা যেভাবে ব্যবহৃত হয়েছে, তা দেখলে বোঝা যায়—একজন কবির সৃষ্টিশক্তি কীভাবে শত বছর পরও সমাজকে নাড়া দিতে পারে। দেয়ালে দেয়ালে নজরুলের লেখা উঠে এসেছে। মানুষ তাঁর ভাষা ব্যবহার করে গণআন্দোলন করেছে—এটাই শিল্পের শক্তি, নজরুলের শক্তি।’

তিনি আরও বলেন, ‘আমরা স্মৃতি রক্ষা শুরু করি, কিন্তু সংরক্ষণ করি না—এটি আমাদের দুর্বলতা। নজরুলের স্মৃতি অনেকখানি অবহেলিত হলেও আমরা তাকে ধারণ করার চেষ্টা করছি। সামনে আরও উদ্যোগ নেওয়া হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক সলিমুল্লাহ খান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী এবং কবি আবদুল হাই শিকদার।

জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে বক্তারা নজরুলের জীবন, সাহিত্য ও চেতনার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলাজুড়ে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। তিন দিনব্যাপী এ আয়োজনে রয়েছে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top