বুধবার, ২৪শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


দুইদিন পর শুরু বিপিএল, চট্টগ্রামের বিদেশি প্রধান কোচের আসা নিয়ে শঙ্কা


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:১৮

আপডেট:
২৪ ডিসেম্বর ২০২৫ ১৭:১৬

ফাইল ছবি

আর একদিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের আসর। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। নতুন মালিকানায় এবার খেলবে চট্টগ্রাম রয়েলস। শুরুতে তারা প্রধান কোচ হিসেবে দেশি মমিনুল হকের নাম জানিয়েছিল। পরে সিদ্ধান্ত বদলে প্রধান কোচ হিসেবে একজন বিদেশিকে নিয়োগ দেওয়ার কথা শোনা যায়।

গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় দলের প্রধান কোচের নাম ঘোষণা করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পের কথা জানায় চট্টগ্রাম। ৪৮ বছর বয়সী সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার খেলোয়াড়ি জীবনে ছিলেন বোলিং অলরাউন্ডার। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংয়েও ছিলেন পারদর্শী।

তবে বিপিএল শুরুর আগমুহূর্তে তার কোচিং নিয়ে তৈরী হয়েছে শঙ্কা। দলের পক্ষ হতে তার আসার খবর নিশ্চিত করতে পারেননি কেউই। ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র জানিয়েছে, এখনো তার টিকিট চূড়ান্ত হয়নি। দুই দিন পর বিপিএল শুরু হচ্ছে অথচ প্রধান কোচের আসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এদিকে, চট্টগ্রামের মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তুষার ইমরান।

প্রসঙ্গত, ক্যাম্প দক্ষিণ আফ্রিকার হয়ে ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলারও অভিজ্ঞতা আছে তার। খেলেছেন আইপিএল, সিপিএল, ভাইটালিটি ব্লাস্টে। খেলোয়াড়ি জীবনে পেশাদার শেষ ম্যাচটি খেলেছেন ২০১৫ সালে।

চট্টগ্রাম রয়্যালস স্কোয়াড

শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি , মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, নিরোশান ডিকভেলা, পল স্টার্লিং, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top